রান আউট নিয়ে চাপানউতোর
ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে কেট ক্রস সাজঘরে ফিরতে ইংল্যান্ড নবম উইকেটটি হারায় ১১৮ রানে। এরপর ফ্রেয়া ডেভিসকে সঙ্গী করে দলকে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন শার্লি ডিন। ৪৩.৩ ওভারে ডিন রান আউট হলে ইংল্যান্ডের ইনিংসে যবনিকা পড়ে। ৩-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে হরমনপ্রীতের ভারত। এই আউটটি মাঁকড়ীয় পদ্ধতিতে হওয়ার স্পিরিট নিয়ে শুরু হয় চাপানউতোর। রান আউটটি করেছিলেন দীপ্তি শর্মা। তাঁর পাশে রয়েছে গোটা দল। আজ ঝুলনের সঙ্গে দীপ্তিও একই বিমানে কলকাতায় ফেরেন।
|
দীপ্তির দাবি
দীপ্তি কলকাতায় পৌঁছে সাংবাদিকদের বলেন, যেটা করেছি সেটা পরিকল্পনামাফিকই। নিয়ম এবং নির্দেশিকা মেনেই এভাবে রান আউট করা হয়েছে। আমরা তার আগে অনেকবার শার্লট ডিনকে সতর্ক করছিলাম বল ডেলিভারির আগেই তিনি যেন ক্রিজ থেকে না বেরোন সেই ব্যাপারে। আম্পায়ারকেও জানিয়েছিলাম। তারপরেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। এর বেশি আমাদের কিছু করার ছিল না। ম্যাচের শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ভারত কোনও অন্যায় করেনি। যেটা হয়েছে তা খেলার অঙ্গ। আইসিসির নিয়মেও রয়েছে। দীপ্তির পাশে থাকার বার্তাও দেন হরমনপ্রীত। ঝুলন গোস্বামীও দীপ্তির মাঁকড়ীয় পদ্ধতিতে রান আউট করাকে সমর্থন করেছেন।
— Heather Knight (@Heatherknight55) September 25, 2022 |
মানছে না ইংল্যান্ড
হিপ সার্জারির কারণে এখন খেলতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট। তাঁর পরিবর্তে ভারতের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেন উইকেটকিপার অ্যামি জোন্স। হিদার নাইট এই রান আউট প্রসঙ্গে দীপ্তির দাবি খারিজ করে পাল্টা দাবি করেন, একবারও সতর্ক করা হয়নি ডিনকে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, এই রান আউটে ভারতীয় দলের স্বস্তি পাওয়ার জন্য ডিনকে সতর্ক করার মিথ্যা দাবি করার কোনও দরকার নেই! তিনি একটি সংবাদমাধ্যমে আরও বলেন, খেলা হয়ে গিয়েছে। চার্লি বিধিসম্মতভাবেই আউট হয়েছেন। ভারত যোগ্য দল হিসেবেই ম্যাচ ও সিরিজ জিতেছে। কিন্তু একেবারেই তার আগে ডিনকে সতর্ক করা হয়নি। ভারত এটা না করলেও আউটটি বিধিসম্মতই। একটি ক্রিকেট ওয়েবসাইটের তথ্য বলছে, আউট হওয়ার আগে ডিন ৭২ বার বল ডেলিভারির আগেই নন স্ট্রাইকিং এন্ডের ক্রিজ থেকে বেরিয়েছেন। আউট হয়েছেন ৭৩তম বার বেরিয়ে।
দ্বিধাবিভক্ত ইংল্যান্ডের ক্রিকেট মহল
ডিন রান আউট হওয়ায় ইংল্যান্ড ম্যাচ হেরেছিল ১৬ রানে। ভারত সিরিজ জেতে হোয়াইটওয়াশ নিশ্চিত করে। এই আউটকে কেন্দ্র করে ইংল্যান্ডের ক্রিকেট মহলও দ্বিধাবিভক্ত। দীপ্তির কাজকে সমর্থন করতে পারেননি স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, স্যাম বিলিংসের মতো ক্রিকেটাররা। তবে অ্যালেক্স হেলস আবার মনে করছেন, সঠিক কাজই করেছেন দীপ্তি। তিনি যেটা করেছেন তা নিয়মে রয়েছে বলে বিবৃতি জারি করে জানিয়েছে এমসিসিও।