হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ দুর্ঘটনা। কুলুতে পর্যটকদের গাড়ি খাদে পড়ে বিপত্তি। কমপক্ষে ৭ জনের
মৃত্যুর আশঙ্কা। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। কুলুর গিয়াগি ভ্যালি এলাকায় রবিবার রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি টেম্পো ট্রাভেলারে করে যাচ্ছিলেন পর্যটকরা।
পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে হিমাচল প্রদেশে। শয়ে শয়ে পর্যটক ভিড় করেছেন হিমাচল প্রদেশের একাধিক পর্যটন কেন্দ্রে। রবিবার রাতে কুলুর কাছে পর্যটকদের গাড়ি খাদে পড়ে যায়। একটি ট্র্যাভেলারে করে যাচ্ছিলেন পর্যটকরা। ঘিয়াগি এলাকার বানজার ভ্যালিতে গাড়িটি খাদে পড়ে যায়। তখনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। খাদে পড়ে গিয়ে কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের প্রথমে বানজার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাঁদের কুলু হাসপাতালে িনয়ে যাওয়া হয়েছে। আহতদের খোঁজ নিয়েছেন স্থানীয় বিধায়ক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করছে। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেছিল। পরে পুলিশ গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। জানা গিয়েছে যাঁরা মারা গিয়েছেন এবং আহত হয়েছেন তাঁরা সকলেই মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।