হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্যদের সভাপতি-সহ আরও অনেকে গ্রেফতার হয়েছেন ইতিমধ্যে। এবার এই নিয়োগ দুর্নীতিতে ইডি জেরার মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। আমেরিকা থেকে ফিরতেই সিজিও কমপ্লেক্সে ডেকে তাঁকে জেরা চালাচ্ছে ইডি।
পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা কল্যাণময় ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতিতে আগেও তলব করেছিল ইডি। কিন্তুব তিনি দেশের বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেননি। এবার তিনি কলকাতায় ফিরেই সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের মুখোমুখি হন। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর সামলান।
ইডি জানতে পেরেছে পার্থ চট্টোপাধ্যায়-কৃত বিভিন্ন কোম্পানির ডিরেক্টর তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। যেমন পশ্চিম মেদিনীপুরের ডিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এই কল্যাণময়। এখানে টাকার সোর্স কী, তা জানতে আগে দুবার তলব করেছিল ইডি। তিনি গরহাজির ছিলেন। ইডি মনে করেছিল, তাঁকে জিজ্ঞাসা করলে অনেক তথ্য তাঁদের সামনে এসে যেতে পারে। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর একাধিক তথ্য তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছিল।
ইডির হাতে এসেছিল বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। চার দিন আগে তাঁকে নোটিশ করে সশরীরে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। প্রথম ২৪ অগাস্ট তাঁকে নোটিশ পাঠানো হয়েছে ১ সেপ্টেম্বর উপস্থিত হওয়ার জন্য। তারপর ২ সেপ্টেম্বর আবার নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের পরও গরহাজির ছিলেন তিনি। এদিন তিনি আমেরিকা থেকে ফিরেই সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি জেরার মুখোমুখি হন।
এখন পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ইডি ও সিবিআইউ এই মামলায় জোরদার তদন্ত চালাচ্ছে। এসএসএসির দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। সুবীরেশের আগে আগে এসপি সিনহা, কল্যাণময় ভট্টাচার্য, অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। কারণ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার পাহাড়। আর এই মামলায় গ্রেফতারের তালিকায় নবতম সংযোজন সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিট পেশের দিনেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল।