নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-র একদিনের সিরিজ জয়, কুলদীপ যাদবের হ্যাটট্রিক

নিউজিল্যান্ড 'এ' দলকে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে হারানোর পর এবার একদিনের সিরিজেও পরাস্ত করল ভারতের 'এ' দল। তিন ম্যাচের আনঅফিসিয়াল ওডিআই সিরিজে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল। ভারত 'এ' জিতল ৪ উইকেটে, ৯৬ বল বাকি থাকতেই। পৃথ্বী শ-র দুরন্ত ইনিংসের আগে হ্যাটট্রিক করলেন কুলদীপ যাদব।

চেন্নাইয়ের চিপকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড 'এ' দলের অধিনায়ক রবার্ট ও'ডনেল। তবে কিউয়িরা ৪৭ ওভারে ২১৯ রানের বেশি তুলতে পারেনি। একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৮০ বলে সর্বাধিক ৭২ রান করেন জো কার্টার। ৯টি বাউন্ডারির সাহায্যে রাচিন রবীন্দ্র ওপেন করতে নেমে ৬৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন। ৪৭তম ওভারে বল করতে গিয়ে শেষ তিনটি বলে পরপর লোগান ভ্যান বিক, জো ওয়াকার ও জ্যাকব ডাফিকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন কুলদীপ যাদব। কুলদীপ ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন।

রাহুল চাহার ৯ ওভারে ৫০ রান খরচ করে ২টি উইকেট নেন। ঋষি ধাওয়ান একটি মেডেন-সহ ৫ ওভারে ১৬ রানে ২টি উইকেট দখল করেন। অভিষেক ম্যাচে রাজ বাওয়া ৫ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। উমরান মালিক ৮ ওভারে ১টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। মহম্মদ শামির ফিটনেসের বিষয়টি এখনও স্পষ্ট না হওয়ায় উমরানকে টি ২০ বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচক ও টিম ম্য়ানেজমেন্টের।

জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত 'এ'। ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে পৃথ্বী শ ৪৮ বলে ৭৭ রান করেন। ঋতুরাজ গায়কোয়াড় ৩৪ বলে ৩০, অধিনায়ক সঞ্জু স্যামসন ৩৫ বলে ৩৭ রান করেন। ঋষি ধাওয়ান ৪৩ বলে ২২ এবং শার্দুল ঠাকুর ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। রজত পাটীদার ২০ রান করলেও খালি হাতে ফেরেন তিলক ভার্মা। ভ্যান বিক তিনটি ও ডাফি দুটি উইকেট দখল করেন।

More INDIA VS NEW ZEALAND News  

Read more about:
English summary
India A Beat New Zealand A By 4 Wickets In 2nd Unofficial ODI In Chennai. Kuldeep Yadav's Hattrick And Prithvi Shaw's Fifty Secure India A Series Win.
Story first published: Sunday, September 25, 2022, 18:20 [IST]