Weather update: মহালয়ায় রোদ ঝলমলে আকাশ, পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

আজ মহালয়া। সকাল থেকেই রোদ ঝলমলে শরতের নীল আকাশ দেখা গিয়েছে। তবে বেলা বাড়লে বিক্ষিপ্তবর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে তেমন কোনও নিশ্চয়তা নেই। কাজেই মহালায়া বর্ষণ মুক্তই হবে আশা করা যায়। পুজোতেও তেমন দুর্যোগের কোনও পূর্বাভাস আবহাওয়া দফতর দেয়নি। দু একটা জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গএখনই বর্ষণ থেকে মুক্তি পাচ্ছে না। জারি থাকবে বর্ষণ।

রোদ ঝলমলে আকাশ

রোদ ঝলমলে আকাশ মহালয়ার সকাল থেকেই। দেবী পক্ষের সূচনায় বর্ষাসুরের দেখা মেলেনি। শরতের নীল আকাশেই তর্পণ সারলেন সাধারণ মানুষ। সুখবর শুিনয়েছে হাওয়া অফিস। দিনভর রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই দেবী পক্ষের শুরুতে বর্ষণ মুক্ত থাকবে শহর এবং জেলা।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ মেঘমুক্ত থাকবে আকাশ। বর্ষণের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পুজোয় কেমন থাকবে আবহাওয়া

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নেয়নি। তাই মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বর্ষণ হচ্ছে জলায় জেলায়। কয়েকদিন আগে পর্যন্ত শহর বর্ষণে ভিজেছিল। তখন আশঙ্কার কথা শুনিয়েছিল হাওয়া অফিস। পুজোর মধ্যে বর্ষণের সম্ভাবনার কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু দিন যত এগিয়েছে তত বর্ষণের সম্ভাবনা ক্ষীণ হয়েছে। আপাতত পুজোর চার দিন বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই জািনয়েছে হাওয়া অফিস। আপাতত রাজ্যে ভারী বর্ষণের কোনও সম্ভাবনা েনই। বলতে গেেল মেঘমুক্ত পুজো কাটাবেন শহরবাসী।

হালকা বর্ষণের পূর্বাভাস

ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। চতুর্থী পর্যন্ত শহরে এবং জেলায় কোনও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে গরম কমবে না।

উত্তর বঙ্গে চলবে বর্ষণ

বর্ষণ থেকে আপাতত মুক্তি নেই উত্তর বঙ্গের। দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে।

More WEATHER News  

Read more about:
English summary
rainfall at south Bengal districts