মহালয়ার সকালে এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! রইল Weather Update

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। যদিও মহালয়ার আগেই বেশ কিছু পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে রবিবার থেকেই হয়তো ঠাকুর দেখতে বেরিয়ে যাবেন সাধারণ মানুষ। কিন্তু এর আগেই খারাপ খবর শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

নতুন করে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। আর তা নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে পুজো প্রেমীদের কপালে! ঠাকুর দেখতে যাওয়া যাবে তো?

এক নজরে উত্তরবঙ্গের পূর্বাভাস-

একেবারে দোরগোঁড়ায় বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এর মধ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর হাওয়া অফিস। আগামী রবিবার থেকেই এই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে বলে খবর। বিশেষ করে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলায় এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্যে-

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শোনালেও পুজোর মুখে অন্তত স্বস্তির খবর শোনাচ্ছে হাওয়া অফিস। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্তত মহালয়ার সকাল পরিস্কার থাকবে বলেই মত। তবে বেলা গড়াতে কয়েকটি জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। তবে তাতে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। এমনকি এতে অস্বস্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলেও জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে শনবার সকাল থেকেই কাটফাটা রোদ্দুর শহরে। সঙ্গে প্রবল অস্বস্তি রয়েছে। বলে রাখা প্রয়োজন, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

More WEATHER News  

Read more about:
English summary
Weather Update: Forecast of rain in north Bengal on mahalaya morning