|
সুতীর্থার সোনা
সুতীর্থা এবারের জাতীয় গেমসে নেমেছিলেন অবাছাই হিসেবে। কিন্তু দুরন্ত ছন্দে থেকে একের পর এক উড়িয়ে দিলেন কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করা মনিকা বাত্রা, সৃজা আকুলাদের। শীর্ষবাছাই দিল্লির মনিকা বাত্রাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নৈহাটির সুতীর্থা। খেলার ফল ছিল ১১-৬, ১১-৮, ১০-১২, ১১-৮, ৭-১১, ১১-৬। ফাইনালে সুতীর্থার প্রতিপক্ষ ছিলেন কমনওয়েলথ গেমসের তারকা সৃজা আকুলা। সুতীর্থা তাঁকে ৪-১ ব্যবধানে পরাস্ত করে সোনার দখল নিলেন। খেলার ফল ১১-৮, ১১-৭, ১১-৮, ১২-১৪, ১১-৯।
|
চলতি জাতীয় গেমসে তিনটি সোনা
এর আগে এদিন মহিলা ডাবলস খেতাবও জিতে নেন সুতীর্থা। তিনি জুটি বেঁধেছিলেন ঐহিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। ডাবলস ফাইনালে সুতীর্থাদের প্রতিপক্ষ ছিলেন কর্নাটকের যশস্বিনী গোরপাড়ে ও কুশী ভি। দাপট দেখিয়েই ডাবলসে বাংলাকে সোনা এনে দেন সুতীর্থা-ঐহিকা। খেলার ফল ১১-৮, ১১-৫, ১৩-১১। চলতি জাতীয় গেমসে সুতীর্থা তিনটি সোনা জিতলেন। ডাবলস ও সিঙ্গলসে সোনা জেতার আগে মহিলাদের দলগত ইভেন্টে। বাংলা হারিয়েছিল মহারাষ্ট্রকে। ঐহিকা, সুতীর্থার পাশাপাশি জয় পেয়েছিলেন মৌমা দাসও।
|
পুরুষদের ডাবলসে দাপট
বাংলা টেবিল টেনিসে পুরুষদের ডাবলসেও সোনা জিতেছে। ফাইনালে বাংলারই অর্জুন ও অনির্বাণ ঘোষ জুটিকে হারিয়ে খেতাব জিতলেন রণিত ভঞ্জ ও জিৎ চন্দ্র। খেলার ফল ১১-৪, ১১-৩, ১১-৩।
|
চ্যাম্পিয়ন বাংলার জামাই
টিটির পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন গুজরাতের হরমীত দেশাই। তিনি আবার বাংলার জামাইও বটে। বাংলার টিটি প্লেয়ার কৃত্ত্বিকা সিনহা রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সুরাটের প্যাডলার হরমীত। ফাইনালে তিনি পরাস্ত করলেন বাঙালি টিটি প্লেয়ার সৌম্যদীপ ঘোষকে, যিনি এখন হরিয়ানার হয়ে খেলছেন। খেলার ফল ১১-৮, ১১-৪, ১১-৭, ১১-৮।
|
কৃত্ত্বিকার হাত ধরে গুজরাতের সোনা
হরমীতের স্ত্রী তথা বঙ্গতনয়া কৃত্ত্বিকাও এদিন সোনা জিতেছেন। মিক্সড ডাবলসে। মনুশ উৎপল শাহের সঙ্গে জুটি বেঁধে তিনি গুজরাতকে সোনা এনে দিয়েছেন। তাঁরা মুখোমুখি হয়েছিলেন তেলঙ্গানার সৃজা আকুলা ও স্নেহিতের। ৩-০ ব্যবধানে জিতে কৃত্ত্বিকারা সোনা জেতেন। খেলার ফল ১১-৮, ১১-৫, ১১-৬।