সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে পিএফআই কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, একনজরে ১০ ঘটনা

পিএফআই কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধেছে কেরালার রাস্তা। সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে আগুন জ্বলছে। পপুলার অফ ইন্ডিয়া বা পিএফআই কর্মীরা শুক্রবার কেরালারা রাস্তার দখল নিয়ে এএনআই ও ইডির সন্ত্রাসবাদের লিঙ্ক নিয়ে অভিযানের একদিন পরেই। কেরালা হাইকোর্ট রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনায় উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে।

সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে পিএফআই কর্মী-পুলিশ খণ্ডযুদ্ধ

শুক্রবার সকাপল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। বাস ভাঙচুর করা হয়েছে। পুলিশের উপর হামলা চালানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সারা দেশে পিএফআই নেটওয়ার্কগুলিকে ক্র্যাকডাউন করে দেওয়ার পর আলোড়ন শুরু হয়। এই ঘটনায় ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

কেরালায় যখন বিক্ষোভ চলছে, তখন প্রতিবেশী রাজ্য কর্নাটকের এক মন্ত্রী বলেন রাজ্যে মৌলবাদী দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। কেরালা-সহ বিভিন্ন রাজ্য়ে ঘটে চলা ঘটনাপ্রবাহের ১০ কাহন

  1. কেরালাজুড়ে ভাঙচুর, হিংসার বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে। তিরবনন্তপুরম, কোল্লাম, কোঝিকোড়, ওয়ানাড় এবং আলাপুঝা জেলায় ইটবৃষ্টি করেছে পিএফআই-কর্মীরা। নেতাদের মুক্তির দাবিতে তারা পথে নেমে রীতিমতো তাণ্ডব চালায়। পুলিশের উপর হামলা চালায়, সংবাদপত্রের গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়।
  2. আরএসঅএসের অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। জানালার কাঁচ ভেঙে দেওয়া হয়। গত রাতেঅ তামিলনাড়ুতেও আরএসএস ও বিজেপির অফিসে একই ধরনের হামলার ঘটনা ঘটে।
  3. কোয়াট্টাম জেলার ইরাতুপেট্টা শহরে পিএফআই কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্ঝ করতে হয়েছিল। তারা দোকানপাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, গাড়িতে হামলা প্রযন্ত করে।
  4. বিক্ষোভ চলাকালীন কেরালা হাইকোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। রাজ্যে জোরপূর্বক বনধ করার অভিযোগ এনে হাইকোর্ট রাজ্য সরকারকে আদেশ লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। হাইকোর্ট জানুয়ারিতে বলেছিল, কোনও সংগঠন সাত দিনের নোটিশ ছাড়া রাজ্যে বিক্ষোভ বা বনধ ডাকতে পারে না।
  5. কেরালার বিজেপি প্রধান কে সুরেন্দ্রন বাম সরকারকে কটাক্ষ করে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পিএফআই বনদের নামে হিংসা ছড়াচ্ছে। পুলিশ শুধু নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।
  6. কেরালা বিক্ষোভ নিয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেন, রাজ্যে মৌলবাদী দলগুলিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। মন্ত্রী বলেন, গতকাল ১৮টি স্থানে তল্লাশি চালানো হয়। ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এনআইএ সাতজনকে গ্রেফতার করেছে।
  7. পিএফআই নিজেকে বৈধ সংগঠন হিসেবে দাবি করে বঞ্চিতদের আর্থ-সমাজাকি সংস্কৃতি এবং রাজনৈতিক ক্ষমতায়নের কাজ করে বলে জানিয়েছে। উল্টোদিকে এই সংগঠন কট্টরপন্থী ইসলাম প্রচার ও সন্ত্রাসী সংগঠনে নিয়োজিত বলে অভিযোগ।
  8. এনআইএ বেশ কয়েকটি রাজ্যে পিএফআই-এর সঙ্গে যুক্তদের ধরতে অভিযান চালায়। সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউনে ১০০জনেরও বেশি পিএফআই নেতাকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে পিএফআইয়ের চেয়ারম্যান ওএণএ সালাম ও দিল্লির প্রধান পারভেজ আদমেদ রয়েছেন।
  9. এই অভিযান ও গ্রেফতারের প্রতিক্রিয়া পিএফআই-এর সাধারণ সম্পাদক ওবায়েদুল্লা নূরি বলেন, কেউ ভয় পাবেন না। সমস্ত নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চালিয়ে যাবো আমরা।
  10. পিএফআই-এর পশ্চিমবঙ্গের সভাপতি মিনারুল শেখকে শুক্রবার দিল্লি থেকে অসম পুলিস গ্রেফতার করেছে। রাষ্র্এদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মচারীদের কর্তব্যে বাধা ইত্যাদি অভিযোগে বিশেষ অপারেশ ইউনিট তাকে গ্রেফতার করেছে।

More KERALA News  

Read more about:
English summary
PFI workers and Kerala police face to face due to protest movement of ban outfit and 10 points.