সৌরভের সঙ্গে নাগপুরে বিজেপি নেতা-মন্ত্রীর ছবি! কথোপকথনের বিষয় জানালেন শান্তনু ঠাকুর

নাগপুরে আরএসএসের সদর দফতর। আর সেখানকার বিমানবন্দরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। শান্তনুর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতে ফের মহারাজের রাজনীতিতে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছে।

সৌরভের সঙ্গে বিজেপি নেতৃত্ব

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ আন্তর্জাতিক ম্যাচ দেখতে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজই তাঁর কলকাতায় ফেরা পূর্বনির্ধারিত ছিল। এদিনই শান্তনু ঠাকুর নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন। যার দুটিতে দেখা যাচ্ছে তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে সৌরভের সঙ্গে কথা বলছেন। অপর ছবিতে বিমানের মধ্যে সৌরভের সঙ্গে ছবি তুলেছেন শান্তনু ঠাকুর ও অর্চনা মজুমদার।

রাজনীতিতে যোগদানের জল্পনা!

সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে সৌরভকে রাজনীতিতে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজের বেহালার বাড়িতে যাওয়ার পরদিনই একটি অনুষ্ঠানে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সস্ত্রীক সৌরভকে দেখা গিয়েছিল। ফিরহাদ হাকিমের প্রশংসাও করেছিলেন সৌরভ। সেই প্রসঙ্গে সৌরভকে এক সাংবাদিক রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু সৌরভ সযত্নে তা এড়িয়ে যান। বিভিন্ন সময়ে বিভিন্ন দলে তাঁর যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা ঘুরপাক খেলেও মহারাজ তাতে আমল দেননি। যদিও সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় নিশ্চিত, সৌরভ রাজনীতিতে যোগ দিলেএ মানুষের জন্যই কাজ করবেন এবং সফল হবেন।

শান্তনু জানালেন আলোচনার প্রসঙ্গে

শান্তনু ঠাকুরের এদিনের পোস্ট ভাইরাল হয়। কিন্তু সৌরভের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও কথাবার্তা বিজেপির এই দুই নেতার হয়েছে কিনা তা নিয়ে কেউই মুখ খোলেননি। তবে শান্তনু ঠাকুর ও অর্চনা মজুমদার মহারাষ্ট্রে গিয়েছিলেন দলীয় কর্মসূচিতে যোগ দিতেই। শান্তনু ফেসবুকে লেখেন, "কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি দাদা সৌরভ গাঙ্গুলীর সাথে সাক্ষাতের সময়, খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে; যেখানে ডঃ অর্চনা মজুমদার দিদিও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের যুবকদের ক্রীড়ার উন্নতিকল্পে আলোচনা হয়েছে, যাতে করে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসে এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারে।"

ক্রিকেট দল গঠনের দাবি

ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের ফুটবল তৈরি হয়েছে এবং কলকাতায় ফুটবল লিগে অংশগ্রহণও করেছে। শান্তনুকে সৌরভের সঙ্গে কথা বলতে দেখে তাঁর পোস্টে অনেকেই অনুরোধ করেছেন, দাদার পরামর্শ নিয়ে মতুয়া সম্প্রদায়ের একটি ক্রিকেট দল গঠনের জন্য। দুই দাদাকে শারদ শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগীরা। শুধুই কি খেলাধুলো, নাকি রাজনৈতিক কথাবার্তাও হয়েছে সে সম্পর্কে ধারণা পেতেও চলছে নানা জল্পনা।

(ছবি- শান্তনু ঠাকুরের ফেসবুক)

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
BCCI President Sourav Ganguly Met BJP Leaders Including MP Shantanu Thakur At Nagpur Airport. According To Thakur, They Talked About A Lot Of Things Including Sports.
Story first published: Saturday, September 24, 2022, 16:50 [IST]