অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করল ভারত। ভেজা আউটফিল্ডের কারণে ওভার সংখ্যা বিঘ্নিত ম্যাচে রোহিত শর্মা করেন ৪৬* রান। ফিনিশারের ভূমিকা পালন করেন দীনেশ কার্তিক।
ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময় থেকে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় এই ম্যাচ। দুই ইনিংসে ২০ ওভারের পরিবর্তে প্রতি ইনিংসে ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৮। টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৮ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৯০/৫। অস্ট্রেলিয়ার হয়ে ২০ বলে ৪৩ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ৩১ রান। টি-২০ বিশ্বকাপের আগে ছন্দে ফিরছেন ফিঞ্চ।এই ম্যাচে ৫ রানে রান আউট হন প্রথম টি-২০ ম্যাচের নায়ক ক্যামেরুন গ্রিন। এই ম্যাচেও রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলে অক্ষর প্যাটেলকে মারতে গিয়ে শূন্য রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। টিম ডেভিড এই ম্যাচে ২ রান করেছেন, স্টিভ স্মিথ ইনিংসের শেষ বলে রান আউট হন ব্যক্তিগত ৮ রানের মাথায়।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন অক্ষর প্যাটেল। ২ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন তিনি। একটি উইকেট পেয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা জসপ্রীত বুমরাহ।
৯০ রান তাড়া করতে নেমে ৭.২ ওভারে ৯২/৪ রান তুলে নেয় ভারত। এই ম্যাচে ভারতকে জেতানোর নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোহিত শর্মা। তিনি ২০ বলে ৪৬ রানের অপরাজিত থাকেন। ফিনিশারের ভূমিকা পালন করেন দীনেশ কার্তিক। ২ বলে ১০ রান করেন দীনেশ। নিজের ইনিংসের প্রথম বলে ছয় এবং দ্বিতীয় বলে চার হাঁকান তিনি। এ দিন রান পাননি কে এল রাহুল (১০) এবং বিরাট কোহলি (১১)। প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া করেন ৯ রান।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন অ্যাডাম জাম্পা। ২ ওভারে ১৬ রান খরচ করে ৩ উইকেট সংগ্রহ করেন এই স্পিনার। একটি উইকেট পান প্যাট কামিন্স। প্রথম ওভারে ২০ রান খরচ করেন জস হ্যাজেলউড। ১.২ ওভারে ড্যানিয়াল স্যামস দেন ২০ রান। প্যাট কামিন্স ২ ওভারে ২৩ রান খরচ করেন। এই ম্যাচে জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। তৃতীয় টি-২০ ম্যাচে রবিবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।