টি ২০ আন্তর্জাতিকে ভারত অধিনায়করা
রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৪০টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৩১টিতে, পরাজয়ের সম্মুখীন হয়েছে ৯টিতে। সাফল্যের শতকরা হার ৭৭.৫০ শতাংশ। বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৫০টি টি ২০ আন্তর্জাতিকে ৩০টিতে জিতেছিল, হেরেছিল ১৬টি, ২ ম্যাচ টাই ও ২টি ভেস্তে গিয়েছিল। অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে বিরাটের সাফল্যের হার ৬৪.৫৮ শতাংশ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি ২০ বিশ্বকাপ জেতে ২০০৭ সালে। মাহি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৭২টি টি ২০ আন্তর্জাতিকে, জয় ৪১টিতে, পরাজয় ২৮টিতে, একটি টাই ও ২টি পরিত্যক্ত। ধোনির সাফল্যের হার ৫৯.২৮ শতাংশ।
রোহিতের পাশে সৌরভ
এশিয়া কাপের ব্যর্থতা এবং অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে পরাজয়ে এখনই প্যানিক বোতাম চাপতে চাইছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের টি ২০ অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যের শতকরা হারের উল্লেখ করেই হিটম্যানের পাশে দাঁড়িয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, খেলায় হার-জিত থাকবে। ভারত কয়েকটা ম্যাচ সম্প্রতি হেরেছে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মার উইনিং পারসেন্টেজটাও খুব ভালো। আমি নিশ্চিত হেড কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা দলের সব দিক সম্পর্কেই ওয়াকিবহাল। নিশ্চিতভাবে তা উন্নত হবে। আমি নিজেও নাগপুরে থাকব। এটা ঠিক আমরা গত টি ২০ বিশ্বকাপ বা এশিয়া কাপে ভালো খেলিনি। কথা হয়েছে কোচ, ক্যাপ্টেনের সঙ্গে। তবে একটা-দুটো হার নিয়ে চিন্তিত নই।
টি ২০ বিশ্বকাপের আগে পারথে অনুশীলন
বড় দলগুলির কাছে ভারত হারছে টি ২০ বিশ্বকাপের আগে, যা মোটেই ভালো লক্ষণ নয়। গত টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পরও গুছিয়ে ওঠা যায়নি কম্বিনশন, যা অবাক করছে বিশেষজ্ঞদের। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছিলেন আরও কিছু অনুশীলন ম্যাচের বন্দোবস্ত করার। এমনিতে আইসিসি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ রেখেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ভারত বিশ্বকাপের দু-আড়াই সপ্তাহ আগেই পৌঁছে যাবে অস্ট্রেলিয়ায়। পারথে অনুশীলন করবে। আইসিসি যা ওয়ার্ম আপ ম্যাচ দিয়েছে তা যথেষ্ট। ভারতীয় ক্রিকেটাররা প্রচুর ক্রিকেট খেলছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচও খেলবেন। ফলে অন্য কোনও দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন পড়বে না।
সকলকেই ভালো খেলতে হবে
বিসিসিআই সভাপতির ভবিষ্যদ্বাণীকে অক্ষরে অক্ষরে মিলিয়ে এশিয়া কাপে ছন্দ ফিরে পেয়েছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শতরানও করেছেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। সৌরভ এক প্রশ্নের উত্তরে বলেছেন, বিরাট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আশা করি এই ফর্ম তিনি ধরে রাখবেন। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট এক-দুজন প্লেয়ার নিয়ে জেতা যায় না। কোহলি, রোহিত, রাহুল, সূর্য, পাণ্ডিয়া এবং সেই সঙ্গে বোলিং ইউনিট- সকলকেই ভালো খেলতে হবে।