ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলায় অস্বস্তিতে আজহার, কেন হায়দরাবাদে অপ্রীতিকর পরিস্থিতি?

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় তথা শেষ টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি রবিবার হবে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ ভারত নাগপুরে জিতলে ওই ম্যাচটিই নির্ধারণ করে দেবে সিরিজ যাবে কার দখলে। ২০১৯ সালের পর এই প্রথম হায়দরাবাদে ভারতের ম্যাচ। স্বাভাবিকভাবেই টিকিটের হাহাকার। তার মধ্যেই তৈরি হলো বিশৃঙ্খল পরিস্থিতি।

টিকিট বিক্রি ঘিরে বিশৃঙ্খলা

এই ম্যাচের জন্য টিকিট বিক্রি করা হচ্ছিল জিমখানা গ্রাউন্ড থেকে। হাজার তিনেক টিকিটের জন্য রাত থেকেই অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। সংখ্যাটা প্রায় ৩০ হাজারের কাছাকাছি। বৃষ্টি উপেক্ষা করেও তাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। গতকাল সকালে খোলা হয় মাত্র দুটি কাউন্টার। পর্যাপ্ত টিকিট না থাকায় ধৈর্য্যের বাঁধ ভাঙে। ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়তেই জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। আর তাতেই তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। অন্তত ২০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করতে হয়েছে সেকেন্দ্রাবাদের হাসপাতালে।

ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা

বিকেলের দিকে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় টিকিট নিঃশেষিত। ফলে বিফল মনোরথে ফিরতে হয় ক্রিকেটপ্রেমীদের। সন্তান কোলে মহিলাদেরও ভোর থেকে টিকিটের লাইনে দেখা গিয়েছে। অভিযোগ, সকাল ১০টা নাগাদ কাউন্টার খোলা হয়। এরপর থেকে ১০০টি টিকিটও সম্ভবত বিক্রি হয়নি ঘণ্টা দুয়েক পেরিয়ে যাওয়া সত্ত্বেও। টিকিট বিক্রিতে স্বাভাবিকভাবেই অস্বচ্ছ্বতার অভিযোগ উঠেছে। ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যর্থতাতেই এমন অপ্রীতিকর পরিস্থিতি। অনলাইনে টিকিট বিক্রির উপর জোর দেওয়া হলে এমনটা হতো না। সকলেই টিকিট কাটতে এসেছিলেন। কিন্তু যে অভিজ্ঞতার মুখে পড়তে হলো তা অপ্রত্যাশিত।

এইচসিএ-র গাফলতিতেই ঘটনা!

এইচসিএ-র দিকেই উঠেছে অভিযোগের যাবতীয় আঙুল। রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তার পরেও এমনটা হওয়া মেনে নিতে পারছেন না কেউই। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শিবলাল যাদব এইচসিএ কর্তাদের সমালোচনা করে বলেছেন, দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া উচিত ছিল। উল্লেখ্য, এবার হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদের জন্য একই জায়গা থেকে টিকিট বিক্রির বন্দোবস্ত করা হয়। কতগুলি টিকিট বিক্রি হবে, কত টাকার বিনিময়ে তা কেনা যাবে সে সম্পর্কে স্পষ্ট কোনও চিত্র তুলে ধরা হয়নি এইসিএ-র তরফে। ব্যবস্থা ছিল না অনলাইনে টিকিট বিক্রিরও।

আজহারদের তলব ক্রীড়ামন্ত্রীর

মহম্মদ আজহারউদ্দিন সোশ্যাল মিডিয়ায় নানাবিধ পোস্টে তুলে ধরেছেন কখনও তিনি পিচের প্রস্তুতির তদারকি করছেন। কখনও বা ম্যাচ আয়োজন সংক্রান্ত নানা বিষয়ে কথাবার্তা বলছেন তেলঙ্গানার ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়ের সঙ্গে। টিকিট বিক্রিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার জেরে গতকালই আজহার-সহ এইচসিএ কর্তাদের ডেকে পাঠান ক্রীড়ামন্ত্রী। কী কারণে এই ঘটনা ঘটল সে সম্পর্কে বিস্তারিত বিবরণ তলব করা হয়েছে। এইচসিএ কর্তাদের ভূমিকায় রুষ্ট ক্রীড়ামন্ত্রী বলেন, এমন ধরনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক থাকতে বলা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি এইচসিএ। তাদের গাফিলতি ও ব্যর্থতাই ঘটনার জন্য দায়ী।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে উন্মাদনা

উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই নিয়ে দ্বিতীয়বার কোনও টি ২০ আন্তর্জাতিক খেলতে নামবে ভারত। ২০১৭ সালে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, টস পর্যন্ত হয়নি সেই ম্যাচে। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে এখানে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এবার রোহিতদের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই উন্মাদনা এইচসি-র রাজনীতিতেও ব্যাকফুটে ঠেলল বিতর্কিত মহম্মদ আজহারউদ্দিনকে।

Another day at work at RGICS Uppal #rajivgandhiinternationalstadium #HCA

Team is working day and night to make the upcoming #INDvsAUS match a roaring success.
Since many are asking about the tickets, it’s going to be available from 15th Sep onwards on Paytm website. pic.twitter.com/JuYSa9lkkn

— Mohammed Azharuddin (@azharflicks) September 14, 2022

Huge number of Cricket lovers waiting Tickets for INDIA VS AUSTRALIA Match held in Hyderabad pic.twitter.com/hOzvxa62fw

— K. N. Hari (@KNHari9) September 21, 2022

Mismanagement, poor planning you call it anything but they had to go through lathicharge, stampede and pathetic scenes at Gymkhana Grounds when they wanted to buy tickets for #Cricket Match to be held at Uppal Stadium #Hyderabad pic.twitter.com/kWmSJUH7bt

— Nellutla Kavitha (@iamKavithaRao) September 22, 2022

More MOHAMMAD AZHARUDDIN News  

Read more about:
English summary
HCA President Mohammad Azharuddin Has Been Summoned By Sports Minister Due To Poor Handling Of Ticket Sales. Seven Of 20 Injured Persons Are Serious And Taken To A Hospital In Secunderabad.
Story first published: Friday, September 23, 2022, 11:13 [IST]