'দারা সিংয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না', জেলের বাইরেই বিক্ষোভে সুরেশ

সুদর্শন টিভির প্রধান সম্পাদক সুরেশ চাভাঙ্কেকে দারা সিংয়ের সঙ্গে দেখা করার অনুমতি দিল না ওডিশা প্রশাসন। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ধর্মপ্রচারক গ্রাহাম স্টেইনস এবং তার দুই সন্তানকে হত্যার সঙ্গে সম্পর্কিত তিনটি খুনের দায়ে দারা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে আদালত।

দুই দিনের সফরে সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে পৌঁছেছেন সুরেশ চাভাঙ্কেকে। কিন্তু দারা সিংয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে। একেবারে ওড়িশা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দুঝার জেলা কারাগারের বাইরে ধর্নায় বসে যান সুদর্শন টিভির প্রধান সম্পাদক। যা নিয়ে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে জেল চত্বরে।

সুরেশ চাভাঙ্কের অভিযোগ, ওডিশা প্রশাসন ত্যাকে দারা সিংয়ের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল। কিন্তু জেল প্রশাসন তাঁকে জানায় যে এখন দারা সিংয়ের সঙ্গে দেখা করা যাবে না। আর তা নিয়েই শুরু হয় উত্তেজনা। সুরেশ চাভাঙ্কে জানান, ব্যাক্তিগত ভাবে এই বিষয়টি করা হয়েছিল।

এমনকি গিত ১৫ দিন আগে সরকারকে একটি আবেদন পত্র লেখেন বলেও জানান সুরেশ। আর তাতে সরকার সহমত ছিল বলেও দাবি তাঁর। কিন্তু যখন সে জেলে পৌঁছয় দারা সিংয়ের সঙ্গে দেখা করতে সেই সময় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। এমনকি দেখা হবে না বলেও জেলা প্রশাসন তাঁকে জানিয়েছে বলে অভিযোগ সুরেশের। বলে রাখা প্রয়োজন, আধার কার্ডের একটি কপি জেল প্রশাসন নিয়ে নিয়েছে বলে দাবি সুরেশের। কিন্ত্য এরপরেই এই বক্তব্য মানবাধিকার লঙ্ঘন বলে দাবি তাঁর।

Dara Singh set fire the vehicle in which Australia’s Graham Staines & his 2 children were sleeping & burned them all alive. He is also jailed for murdering a Muslim trader & a Christian priest. Hindu right wing demanding for his release in Odisha, India. pic.twitter.com/eEvl1VD0TT

— Ashok Swain (@ashoswai) September 22, 2022

সুরেশ জানিয়েছেন, দারা সিংয়ের সঙ্গে দেখা করতে চাই। গণতান্ত্রিক অধিকারের মধ্যেই এটি পড়ে বলে দাবি তাঁর। আর এই প্রতিবাদ বলেও জানিয়েছেন সুরেশ। এমনকি দেখা করতে না দেওয়া পজন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন সুদর্শন টিভির প্রধান সম্পাদক। বলে রাখা প্রয়োজন, সুরেশ চাভাঙ্কের সফরের আগে সে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা একটি সতর্কতা জারি করেছিল।

যেখানে নিরাপত্তা বাড়ানোর কথা জানানো হয়েছিল গোয়েন্দাদের তরফে। এমনকি সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা বজায় রাখার কথাও জানানো হয়। কিন্তু সুরেশ চাভানকে কারাগারে আসার অনেক আগে, কেওনঝার জেলের সুপারিনটেনডেন্ট কুয়ার মারান্দি বলেছিলেন যে তিনি মনে করেন না বৈঠকের অনুমতি দেওয়া যেতে পারে। আর তা নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

More ODISHA News  

Read more about:
English summary
Suresh Chavhanke protests as he is not allowed to meet Dara Singh
Story first published: Friday, September 23, 2022, 18:22 [IST]