বিজেপির হাতছাড়া আরও এক বিধায়ক, নির্বাচনের আগে বাসা বাঁধছেন কোন দলে

যত নির্বাচন এগিয়ে আসছে, ততই বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। চিন্তা বাড়িয়ে দিচ্ছে বিজেপির ভাঙন। নির্বাচনের মুখ বিজেপি ত্যাগ করলেন বিধায়ক। এবার বিজেপিতে ভাঙন ধরিয়ে খেলা ঘুরিয়ে দিলেন টিপ্রা মোথার প্রদ্যোৎ মাণিক্য দেব বর্মন। বিজেপি বিধায়ক বুর্ব মোহন ঠিক ভোটের আগে দল ছাড়লেন।

টিপ্রা মোথাও যোগ দিতে চলেছেন বিজেপি বিধায়ক

বিজেপি ছেড়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির নতুন দল টিপ্রা মোথাও যোগ দিতে চলেছেন বিজেপি বিধায়ক বুর্ব মোহন। বুর্ব মোহনের দলত্যাগে শোরগোল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরে। সূত্রের খবর ওই বিধায়ক যোগ দেবেন টিপ্রামোথায়। ফলে আদিবাসী মহলে সাড়া পড়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এবার ভোটে টিপ্রা মোথা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আদিবাসী বিধায়ক বুর্ব মোহনের পদত্যাগ

টিপ্রামোথা সম্প্রতি আদিবাসী স্বশাসিত পর্ষদের ভোটে জয়ী হয়েছে। আদিবাসী এলাকায় তাঁদের প্রভাব বেশি। ফলে আদিবাসী মহল্লায় তারা জয়ী হয়েছেন। সেখানে তাদের শক্তি আরও বাড়ল। আদিবাসী বিধায়ক বুর্ব মোহনের পদত্যাগের সময় হাজির ছিলেন প্রদ্যোৎ মাণিক্য দেব বর্মনও। ফলে স্বাভাবিতভাবেই মনে করা হচ্ছে বিধায়ক বুর্ব মোহন যোগ দিতে পারেন টিপ্রামোথায়।

আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একের পর এক ধাক্কা

২০২৩-এর শুরুতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একের পর এক ধাক্কা খেয়ে চলেছে বিজেপি ও আইপিএফটি জোট। স্বশাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা হংস কুমার টিপ্রামোথায় যোগ দিয়েছেন মাস খানেক আগে। এবার বিধায়ক বুর্ব মোহন যোগ দিলেন প্রদ্যোৎ মাণিক্য দেববর্মনের দলে।

৩ হাজার পরিবারের সাড়ে ৬ হাজারের দলত্যাগ

হংস কুমার একা নন, তিনি তিন হাজার পরিবারের প্রায় সাড়ে ৬ হাজার কর্মী-সমর্থককে নিয়ে বিজেপি ছেড়ে টিপ্রামোথায় যোগ দেন। তিনি রাজ পরিবাপের সদস্য টিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেব বর্মার হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। আর বিজেপিতে এই ভাঙনের মূলে তাঁদের যুক্তি ছিল, গত বছর অগাস্ট মাসে বিজেপিকে বাঁচাতে একটি কর্মিসভা হয়ষ সেখানে ৫ বিজেপি বিধায়ক ছাড়াও ছিলেন প্রত্যেক বিধানসভার পাঁচ-সাতজন করে নেতা। তাঁরা কেউ বলেননি বিজেপি ও ত্রিপুরা সরকার ভালো কাজ করছে, তাই আমরা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিধায়কদের একে একে বিরোধী শিবিরে যোগদান

ওই সভায় ছিলেন সুদীপ রায় বর্মন, আশিস সাহা, আশিস দাস, দিবা চন্দ্র রাংখল ও বুর্ব মোহন। ছিলেন প্রায় দুই শতাধিক নেতা-কর্মী। সেখানে পাঁচ বিধায়কও মত প্রকাশ করেন, বিজেপি সরকার একেবারেই ভালো কাজ করছে না। বিজেপির পতন আসন্ন। আগেই সুদীপ রায়ন বর্মন ও আশিস সাহা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আশিস দাস গিয়েছিলেন তৃণমূলে। তবে তিনি তৃণমূল ছেড়ে এখন নতুন দল বেছে নেননি। এবার বুপ্ব মোহন যোগ দিলেন টিপ্রামোথায়।

'দারা সিংয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না', জেলের বাইরেই বিক্ষোভে সুরেশ 'দারা সিংয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না', জেলের বাইরেই বিক্ষোভে সুরেশ

More BJP News  

Read more about:
English summary
More one BJP MLA leaves from party and set to join in Tipra before Assembly Election
Story first published: Friday, September 23, 2022, 19:01 [IST]