UEFA Nations League 2022: জয় পেল বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবং রানার্স ক্রোয়েশিয়া, ব্যর্থ লেওয়ানডোস্কির পোল্যান্ড

উয়েফা নেশনস লিগের ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ওয়েলস, পোল্যান্ড, নেদারল্যান্ডসের মতো হাইপ্রোফাইল দলগুলি। হেভিওয়েট দলের সংঘর্ষে ফিফা ক্রমতালিকায় উপরের দিকে থাকা দলগুলিই জয় পেয়েছে, ডেনমার্ক, ওয়েলস বা পোল্যান্ডের মতো দলগুলি লড়াই চালিয়েও জয়ের দেখা পায়নি। সামনেই বিশ্বকাপ, তার আগে আন্তর্জাতিক সার্কিটে এত বড় মাপের প্রতিযোগীতা এই শেষ খেলছে ইউরোপের দেশগুলি। প্রতিটি দলেরই লক্ষ্য রয়েছে দল কেমন তৈরি তা ঝালিয়ে নেওয়ার।

ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক:

নেশনস লিগের ম্যাচে ডেনমার্কে ২-১ গোলে পরাজিত করে ক্রোয়েশিয়া। তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। বিশ্বকাপের রানার্স দলের হয়ে ৪৯ মিনিটে প্রথম গোল করেন বোরনা সোসা। ৭৭ মিনিটে জোয়াকিম মাহেলার পাস থেকে ক্রিস্টিয়ান এরিকসন গোল করে সমতায় ফেরান ডেনমার্ককে। ৭৯ মিনিটে মিসলাভ ওরসিচের পাস থেকে প্রতিআক্রমণে গোল তুলে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন লোভরো মাজের।

বেলজিয়াম বনাম ওয়েলস:

ওয়েলসকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বেলজিয়াম। রোমেলু লুকাকু এ দিন বেলজিয়ামের প্রথম একাদশে ছিলেন না, অন্য দিকে গ্যারেথ বেলকে রিজার্ভে রেখেই প্রথম একাদশ নামান ওয়েলসের কোচ। ম্যাচের ১০ মিনিটের মাথায় মিচি বাতসুয়ায়ির পাস থেকে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ২৭ মিনিটে ডি ব্রুইনের পা, থেকে গোল করে বেলজিয়ামকে দুই গোলের লিড এনে দেন বাতসুয়ায়ি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্রেনন জনসনের পাস থেকে কিফার মুর গোল করে ওয়েলের পক্ষে ব্যবধান কমান। ৬৪ মিনিটে মুরের পরিবর্তে গ্যারেথ বেলকে নামালেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি ওয়েলস।

ফ্রান্স বনাম অস্ট্রিয়া:

ডেভিড আলবার অস্ট্রিয়াকে ২-০ গোলে পরাজিত করে ফ্রান্স। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধেই আসে দু'টি গোল। অলিভার জিরুর পাস থেকে কিলিয়ান এমবাপের গোলে ৫৬ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এই গোলের নয় মিনিটের মধ্যে অ্যান্টোনিও গ্রিজম্যানের পাস থেকে জিরু দ্বিতীয় গোলটি করেন ফ্রান্সের হয়ে।

পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস:

রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড ০-২ গোলে পরাস্ত হয়েছে নেদরল্যান্ডসের বিরুদ্ধে। লেওয়ানডস্কিকে গোলের বল জোগানোর ফুটবলারই এ দিন চোখে পড়েনি পোল্যান্ড দলে। ১৩ মিনিটে ডেনজেল ডামফ্রিসের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৬০ মিনিটের মাথায় ভিনসেন্ট জনসনের পাস থেকে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্টিভেন বার্জউইন।

More FRANCE News  

Read more about:
English summary
France, Croatia and Belgium won in UEFA Nations League group stage match comfortably when Poland and Wales failed to impress.