হকি ইন্ডিয়ার নয়া সভাপতি নির্বাচিত হলেন দিলীপ তিরকে, দায়িত্ব নিয়েই তুলে আনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ

হকি ইন্ডিয়ার নয়া সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন তারকা দিলীপ তিরকে। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক এই পদে বসার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভারতীয় হকির সর্বোচ্চ পদে বসলেন দিলীপ।

হকি ইন্ডিয়ার নির্বাচন হওয়ার কথা ছিল ১ অক্টোবর। কিন্তু কোনও পদের জন্যই কোনও প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে আগেই ফলাফল ঘোষণা করে দেওয়া হল। ফেডারেশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিল করা প্রার্থীর বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট পদের জন্য ওই প্রার্থীকেই জয়ী ঘোষণা করা হয়। তিরকে ছাড়া এই পদের জন্য দৌড়ে ছিলেন উত্তর প্রদেশ হকির প্রধান রাকেশ কাটিয়াল এবং হকি ঝাড়খণ্ডের ভোলা নাথ সিং। কিন্তু শুক্রবার উভয়ই মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে জয়ী ঘোষণা করা হয় দিলীপ তিরকে'কে।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় হকি ইন্ডিয়ার নতুন সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা নাথ। আন্তর্জাতিক হকি ফেডারেশন তিরকে এবং তাঁর টিমকে স্বীকৃতি দিয়েছে। পিটিআই-কে তিরকে বলেছেন, "আমি মনে করি প্রাক্তন খেলোয়াড়দের ক্রীড়া প্রশাসনে আসা উচিৎ। কারণ তারা জানা কোথায় নজর দিতে হবে। যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় আগে সিএবি'তে ছিলেন তার পর বিসিসিআই-এ এসেছেন এবং দারুণ পারফর্ম করছেন। আমি খুশি হকি ইন্ডিয়া এক জন আমার মতো প্রাক্তন খেলোয়াড়কে প্রথম বার সভাপতি বাছায় আমি খুশি। কেরিয়ারে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হল খেলোয়াড়দের এবং তাঁদের অভইজ্ঞতা অনেকটাই বেশি।"

১৯৯৮ সালে ব্যাংককে সোনা জয়ী এবং ২০১২ সালে বুসনে রূপো জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিরকে। ২০০৩ এশিয়া কাপ এবং ২০০৭ এশিয়া কাপে ভারতের সোনা জয়ী দলের সদস্য ছিলেন দিলীপ তিরকে। ১৯৯৯ এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী দলেও তিনি ছিলেন। ১৯৯৬ সালে একলব্য পুরস্কারে সম্মানিত করা হয় দিপীপকে। ২০০২ সালে তিনি পান অর্জুন পুরস্কার। ২০০৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

More HOCKEY News  

Read more about:
English summary
Dilip Tirkey elected as new president of Hockey India. Dilip is former India Field Hockey team captain and bring uncountable laurel to the country.