নিউ ইয়র্কের একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়শী প্রশংসা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই প্রসঙ্গে তিনি ভারতীয় কনস্যুলেটের কাছে আফগানিস্তানে মাজার-ই-শরিফের হামলার প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, সেই সময় প্রধানমন্ত্রী এতটা চিন্তিত ছিলেন যে তাঁকে ফোন করেছিলেন। প্রথম কথা জিজ্ঞাসা করছিললেন, তিনি জেগে আছেন কি না। এরপর মোদী ঘটনার ক্রমাগত আপডেট দেওয়ার জন্য জয়শঙ্করকে বলেছিলেন।
প্রধানমন্ত্রী জয়শঙ্করকে বলেছিলেন, ওখানে কী হচ্ছে? পাল্টা তিনি বলেছেন, উদ্ধারের কাজ শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে আগামী দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। এরপর তিনি বলেন, প্রতিটি মুহূর্তের আপডেট যেন দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে জয়শঙ্কর বলেন, বড় কোনও সিদ্ধান্ত তিনি একা নিতে পারে। এটা সব নেতার মধ্যে থাকে না। জয়শঙ্কর বলেন, অনেকেই ব্যঙ্গ করে মোদীর ম্যানেজার বলে উল্লেখ করেন। কিন্তু প্রধানমন্ত্রীর অনেক গুন রয়েছে শেখার মতো।
জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম দেখার আগে থেকে আমি তাঁকে পছন্দ করতাম। ওনার সঙ্গে কাজ করতে গিয়ে অনেকটা জানতে পেরেছি। ওনার কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দিন ৭.৩০ নাগাদ শুরু করেন। তারপর সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। গত বছর তালিবানের দখলের সময় আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বর্ণনা দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, প্রবল সঙ্কটের মধ্যে ভারত অভিযান চালিয়েছিল। যেসমস্ত ভারতীয় ফিরে আসতে চেয়েছিলেন, তাঁদের সকলকে ফিরিয়ে আনা হয়েছে। কাবুল থেকে ভারত তাদের নাগরিকদের এয়ালিফট করিয়েছে। সেই সময় আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারের সময় প্রধানমন্ত্রী একাদিক কার্যকরী সিদ্ধান্ত নিয়েছিলেন।
জাপানে তৈরি বুলেট ট্রেনকে হারিয়ে দিল বন্দে ভারত! টুইটে আনন্দ প্রকাশ রেলমন্ত্রীর