PFI-র ডাকা বনধে অগ্নিগর্ভ কেরল, সরকারি বাসে ভাঙচুর-টায়ার পুড়িয়ে পথ অবরোধ-পেট্রোল বোমা ছুড়ল বিক্ষোভকারীরা

এনআইএ তল্লাশির প্রতিবাদে উত্তাল কেরল। সকাল থেকে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পিএফআই সদস্যরা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে কেরল। বনধ সফল করতে সকাল থেকেই পথে নেম বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। সরকারি বাসে পাথর ছুড়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকী পেট্রোল বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।

উত্তাল কেরল
পিএফআইয়ের ডাকা বনধে উত্তাল হয়ে উঠেছে কেরল। সকাল থেকেই তৎপর বিক্ষোভকারীরা। গতকাল দিনভর দেশের ১৫টি রাজ্যে পিএফআইয়ের দফতরে তল্লাশি চািলয়েছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে ১০০ জনের বেশি েনতা কর্মীকে। তারই প্রতিবাদে এই বনধ। ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছেন তাঁরা সকাল থেকেই কেরলের একাধিক জায়গায় পিকেটিং শুরু করেছেন বনধ সমর্থকরা। সরকারি বাস রাস্তায় নামায় পাথর ছুড়ে বাস ভাঙচুর করে তারা। এখােনই শেষ একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বনধ সমর্থকরা।

বিস্তারিত আসছে....

More KERALA News  

Read more about:
English summary
Massive protest at Kerala in PFI Bandh