এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতাকে দুই বছরের জন্য নির্বাসিত করল অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল। ডোপ টেস্টে উত্তীর্ণ না হতে পারার কারণে নির্বাসিত করা হয় আশুতোষ মেহতাকে। গত ১৪ সেপ্টেম্বর একটি নির্দেশিকায় এই নাডার পক্ষ থেকে তাঁকে নির্বাসনের কথা জানানো হয়। আশুতোষের মূত্রের নমুনায় মরফিন পাওয়া গিয়েছে।
গত বছর আইএসএল-এ হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচের আগে আশুতোষের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। বাম্বোলিমের অ্যাথেলেটিক স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হয়। ওই ম্যাচে প্রথম একাদশে সুযোগ হয়নি আশুাতোষের। তিনি অব্যহৃত পরিবর্ত ফুটবলার ছিলেন। কোভিডের কারণে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে গত বছর পুরো আইএসএল-ই হয়েছিল গোয়ায়। শুধু ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি ছিল। মরফিন রয়েছে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)-র নিষিদ্ধের তালিকায়। এই নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করার কারণেই তাঁকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।
আশুতোষ মেহতা নাডা'কে জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে মরফিন তিনি নেননি। আয়ুর্বেদিক ওষুধ তিনি গ্রহণ করেছিলেন তার মধ্যে মরফিন ছিল। শরীরের ব্যাথা নিরাময়ের জন্য এক সতীর্থের কথা মতো ওই ওষুধ তিনি গ্রহণ করেছিলেন জানিয়েছেন আশুতোষ। বাগানের প্রাক্তন ফুটবলার যে সতীর্থের কথা জানিয়েছিলেন, তাঁর সেই সতীর্থ ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েছেন। নাডার এই সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করার জন্য অ্যান্ডি ডোপিং অ্যাপিল প্যানেলের কাছে তিনি চাইলে আবেদন করতে পারেন।
ভারতীয় ফুটবলে পরিচিত মুখ আশুতোষ মেহতা। ২০২১ সালের মার্চ মাসে ইগর স্টিম্যাচের প্রশিক্ষনাধীন ভারতীয় দলে অভিষেক ঘটে মেহতার। ওই ম্যাচে ওমানের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করেছিল ভারত। গত মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে ১৫ ম্যাচে প্রতিনিধিত্ব করেন এই রাইট ব্যাক। এর আগে এটিকের হয়ে ২০১৭-১৮ মরসুমে খেলেন তিনি এবং ২০১৯-২০ সালে মোহনবাগানের হয়ে আই লিগে খেলেন। ২০১৪ থেকে প্রতিটা আইএসএল-এ অংশ নিয়েছেন আশুতোষ মেহতা।
এ ছাড়া উদ্বোধনী আইএসএল-এ আশুতোষ মেহতা খেলেন পুনে সিটি এফসি'র হয়ে। ২০১৫-১৭ পর্যন্ত তিনি মুম্বই সিটি এফসি'র হয়ে খেলেছিলেন। মুম্বই এফসি'র হয়ে আই লিগে খেলেন আশুতোষ মেহতা। ২০১৬-১৭ মরসুমে আইজল এফসি'র ঐতিহাসিক আই লিগ জয়ী দলে ছিলেন সুরাটের এই ফুটবলার। ২০১৮ সালে পুনে সিটি'তে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ২০১৯ সালে এক মরসুম নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেন আশুতোষ।