LLC 2022: লেজেন্ডস লিগ ক্রিকেটে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটলস ৭৮ রানে পরাজিত করল পাঠানের ভিলওয়ারা কিংসকে

লেজেন্ডস লিগ ক্রিকেটে ভিলওয়ারা কিংসকে ৭৮ রানে পরাজিত করল ইন্ডিয়া ক্যাপিটলস। লখনউ-এর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ৭৮ রানে ভিলওয়ারা কিংসকে পরাজিত করে ইন্ডিয়া ক্যাপিটলস।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভিলওয়ারা কিংসের অধিনায়ক ইরফান পাঠান। প্রথমে ব্যাটিং করার সুযোগ ভাল মতোই কাজে লাগায় ইন্ডিয়া ক্যাপিটলস। অধিনায়ক গৌতম গম্ভীর এবং জিম্বাবোয়ের সোলোমোন মির ওপেন করতে নামেন ইন্ডিয়া ক্যাপিটলসের হয়ে। গম্ভীর ১২ রানে আউট হলেও লখনউয়ে ব্যাট হাতে ঝড় তোলেন সোলোমোন মির। গম্ভীর আউট হওয়ায় জিম্বাবোয়ের আরেক ক্রিকেটা হ্যামিলটন মাসাকাডজা ব্যাটিং-এ নামলে ইন্ডিয়া ক্যাপিটলসের রানের গতি আরও দ্রুততা পায়। দুই জিম্বাবায়ন ব্যাটসম্যানের রানের সাইক্লোন ধেয়ে আসে স্টেডিয়ামে। ৭টি চার এবং ৬টি ছয়ের সৌজন্য ৩৮ বলে ৮২ রান করেন মির। ৬টি চার এবং ১টি ছয়ের দাপটে ৪৮ রান করেন মাসাকাডজা। ইউসুফ পাঠান তিন উইকেট পান ভিলওয়ারা কিংসের হয়ে। একটি করে উইকেট পান টিম ব্রেসনান এবং টিনো বেস্ট। ইনিংসের শেষে দিকে দীনেশ রামদিন করেন ২১ রান। নির্ধারিত ২০ ওভারে ইন্ডিয়া ক্যাপিটলসের রান দাঁড়ায় ১৯৮/৫।

১৯৯ রান তাড়া করতে নেমে নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ভিলওয়ারা কিংস। ১৯.২ ওভারে ভিলওয়ারা কিংসের ইনিংস সমাপ্ত হয়ে যায় ১২০ রানে। দলটির হয়ে সর্বাধিক ২৭ রান করেন তন্ময় শ্রীবাস্তব। এ ছাড়া ওপেন করচে নেমে ২০ রান করেন নমন ওঝা। ইউসুফ পাঠান করেন ১৪ রান এবং অধিনায়ক ইরফান পাঠান করেন ১৭ রান। ইংল্যান্ডের ম্যাট প্রিয়র ৮ রানে আউট হন। ইন্ডিয়া কিংসের হয়ে রজত ভাটিয়া, পঙ্কজ সিং এবং প্রবীন তাম্বে দু'টি করে উইকেট পান। একটি করে উইকেট পান লিয়াম প্লানকেট, পারভেজ মারুফ, অ্যাশলে নার্স এবং প্রবীন গুপ্ত। প্রত্যাশা মতোই ম্যাচেই সেরা নির্বাচিত হয়েছেন সোলোমোন মির।

More CRICKET News  

Read more about:
English summary
India Capitals beat Bhilwara Kings by 78-run.