|
হিন্দু-মুসলিমের ডিএনএ এক
আজ বৃহস্পতিবার হঠাত করেই মোহন ভাগবাত ইমাম হাউস পৌঁছন। আরএসএস প্রধানের এহেন সফর ঘিরে শুরু হয় জোর জল্পনা। কস্তুরবা গান্ধী মার্গে নির্মিত এই মসজিদের বন্ধ কক্ষে প্রধান ইমাম ডক্টর উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন ভাগবত। যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এরপরেই এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইমাম প্রধান। সেখানে সাংবাদিকের আররসএস প্রধানের একটি বক্তব্য তুলে বেশ কিছু প্রশ্ন করেন। উল্লেখ্য, মোহন ভাগবত গত কয়েকদিন আগে বলেন, ভারতের মাটিতে হিন্দু-মুসলিমের ডিএনএ এক। এমনকি মুসলিম সম্প্রদায় ছাড়া হিন্দুস্তান সম্পূর্ণ নয় বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান।
|
আমাদের রাষ্ট্রপিতা এবং রাষ্ট্রঋষি
আর এই বিষয়টিকে সামনে রেখে ইলিয়াসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি যেটা বলেছেন তা সম্পূর্ণ ঠিক। শুধু তাই নয়, মোহন ভাগবত সঙ্গে দেখা করার বিষয়টি সৌভাগ্যের বলেও দাবি ইমাম প্রধানের,। তাঁর মতে, আরএসএস প্রধান আমাদের রাষ্ট্রপিতা এবং রাষ্ট্রঋষি। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ওই সাক্ষাৎকারে জানান, আমরা সবাই জানি দেশ সবার আগে। শুধু তাই নয়, আমাদের ডিএনএ এক। তবে শুধু ঈশ্বরকে ডাকার প্রবণতা আলাদা বলে দাবি ইমামের।
মোহন ভাগবতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের
সাক্ষাৎকারে উমর আহমেদ ইলিয়াসি আরও বলেন, মোহন ভাগবতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবার সঙ্গেও যোগাযোগ ছিল বলে দাবি তাঁর। শুধু তাই নয়, পারিবারিক অনুষ্ঠানে ভাগবত যোগ দিয়েছিলেন বলেও এদিন জানান ইলিয়াসি। তাঁর কথায়, রাষ্ট্রপিতার সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে খুশির ব্যাপার। আমি মনে করি এই ভালবাসার বার্তা আমাদের সকলকে দেওয়া উচিত। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি আরএসএস প্রধান।
নির্বাচনের আগে যা খুবই তাৎপর্যপূর্ণ
বলে রাখা প্রয়োজন, আরএসএস প্রধান সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করছেন। সম্প্রতি দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, প্রাক্তন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল জমিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শহীদ সিদ্দিকি এবং ব্যবসায়ী সাঈদ শেরওয়ানির সঙ্গে দেখা করেছিলেন। আগামী লোকসভা নির্বাচনের আগে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।