রোহিত শর্মা বিশ্বরেকর্ড স্পর্শ করেও পেলেন না বড় রান, বিরাটের শট বাছাইয়ে অসন্তুষ্ট শাস্ত্রী

মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে ভারত ২০৯ রানের টার্গেট অস্ট্রেলিয়াকে দিলেও ব্যাট হাতে হতাশ করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত শর্মা আউট হলেন ৯ বলে ১১ রান করে। বিরাট কোহলি আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। তবে আজ আউট হলেন ২ রানে।

রোহিত শর্মার এদিনের ইনিংসে রয়েছে একটি চার ও একটি ছয়। এই ছক্কার সুবাদে তিনি ধরে ফেললেন মার্টিন গাপটিলকে। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি এতদিন এককভাবে ছিল নিউজিল্যান্ডের ওপেনারের। আজ সেই কীর্তিতে ভাগ বসালেন রোহিত। হিটম্যান অবশ্য গাপটিলের রেকর্ডটি এদিন ভাঙতে পারেননি। আর একটি ছক্কা হাঁকালেই টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি রোহিতের দখলে চলে আসবে। রোহিত ও গাপটিল দুজনেই টি ২০ আন্তর্জাতিকে ১৭২টি ছক্কা মেরেছেন। গাপটিল ১৭২টি ছয় মেরেছেন ১২১টি ম্যাচের মধ্যে ১১৭টি ইনিংসে। রোহিত আজ খেলছেন ১৩৭তম টি ২০ আন্তর্জাতিক। তাঁর গাপটিলের রেকর্ড ছুঁতে লাগল ১২৯ ইনিংস। ক্রিস গেইল ১২৪টি, ইয়ন মর্গ্যান ১২০টি ও অ্যারন ফিঞ্চ ১১৮টি ছক্কা হাঁকিয়েছেন টি ২০ আন্তর্জাতিকে।

Pre-match catch-up be like 👍 👍#TeamIndia | #INDvAUS | @YUVSTRONG12 | @imVkohli pic.twitter.com/6ECHaJHsZU

— BCCI (@BCCI) September 20, 2022

রোহিত শর্মার ব্যর্থতা ঢাকার সুযোগ এদিন পেয়েছিলেন বিরাট কোহলি। মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী। তবে এদিন কিং কোহলি হতাশ করলেন। মোহালিতে তাঁকে ঘিরে উন্মাদনার ছবি বারবার ধরা পড়ছিল। ফর্মে থাকা কোহলির থেকে বড় ইনিংসেরই প্রত্যাশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। আজ খেলা শুরুর আগে যুবরাজ সিংয়ের সঙ্গে বিরাট কোহলিকে কথা বলতে দেখে ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও নিয়ে মেতেও ওঠেন। কিন্তু মাত্র ২ রান করে বিরাট আজ আউট হয়ে হতাশ করলেন সকলকেই। নাথান এলিস বিরাটকে আউট করলেন। এই প্রথম মোহালিতে কোনও টি ২০ আন্তর্জাতিকে আউট হলেন বিরাট। এর আগে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলে এখানে দুটিতেই অপরাজিত ছিলেন কিং কোহলি, ভারতকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা। তবে এদিন তার পুনরাবৃত্তি হলো না।

form is temporary
but virat kohli got out cheeply nowdays is permanent#INDvsAUS#INDvAUS pic.twitter.com/QtfbG3Vy3n

— Somnath chakraborty ⚽🏏 (@somnath20094585) September 20, 2022

বিরাটকে এদিন অস্বস্তিতে রেখেছিলেন অজি বোলাররা। পাওয়ারপ্লেতে অ্যাডাম জাম্পা তিনটি ডট বল করেন। দ্রুত রান তুলতে মিডিয়াম পেসার নাথান এলিসকে ওড়াতে গিয়েছিলেন। কিন্তু বল ঠিকঠাক ব্যাটে না লাগায় তা জমা পড়ে ক্যামেরন গ্রিনের হাতে। বিরাটের শট বাছাইয়ের সমালোচনা করে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, এমন উইকেটে এভাবে হাওয়ায় শট খেলার দরকার পড়ে না বিরাটের মতো দক্ষতাসম্পন্ন ব্যাটারের। তিনি দারুণভাবে বল দেখে তা মাঠের বিভিন্ন জায়গায় পাঠাতে পারতেন। মাটি ঘেঁষা শট খেলতে তিনি পারদর্শীও। ইনিংসের পরের দিকে বড় শট খেলা উচিত ছিল কোহলির।

বিরাট কোহলি মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে আউট হলেন প্রথমবার! তবু মস্করা সোশ্যাল মিডিয়ায়বিরাট কোহলি মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে আউট হলেন প্রথমবার! তবু মস্করা সোশ্যাল মিডিয়ায়

More INDIA VS AUSTRALIA News  

Read more about:
English summary
Rohit Sharma Equals Martin Guptill's Record Of Most Sixes In T20Is. Ravi Shastri Is Unhappy Over Virat Kohli's Shot Selection.