এবার জোম্যাটো ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে মহিলা গ্রাহককে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। পুনের মহিলা গ্রাহক অভিযোগ করেছে, জোম্যাটোর ডেলেভারি এজেন্ট জোর করে তাঁকে চম্বন করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে ৪০ বছরের জোম্যাটো ডেলিভারি এজেন্ট রইস শেখকে পুলিশ গ্রেফতার করেছে। পরে জামিনে মুক্তি পান অভিযুক্ত।
ঘটনাটি ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ পুনের ইয়েওয়ালেওয়াড়ি এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশে মহিলা ক্রেতা অভিযোগ করেছিলেন, জোম্যাট ডেলিভারি এজেন্ট ধন্যবাদ বলার নাম করে জোর করে তাঁর গালে দুবার জোর করে চুম্বন করেছিলেন। তরুণী ডেলেভারি এজেন্টের বিরুদ্ধে কোন্ধওয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। জানা গিয়েছে, থানার আধিকারিকরা এফআইআর গ্রহণ করে। পরে জোম্যাটোর ওই ডেলিভারি এজেন্টকে পুলিশ গ্রেফতার করে।
কোন্ধওয়া থানার সিনিয়র ইন্সপেক্টর জানিয়েছেন, মহিলা অভিযোগ করেছেন তিনি জোম্যাটো অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়েছিলেন। সময় মতো খাবার আসে। জোম্যাটো থেকে খাবার ডেলিভারি করে রইস শেখ। জানা যায়, খাবার হস্তান্তরের পরে অভিযুক্ত তরুণীর কাছে জল চান। তরুণী জল নিয়ে এলে রইস শেখ তাঁর হাত ধরে টেনে আনেন। ধন্যবাদের নাম করে তিনি তরুণীর গালে দুবার চুম্বন করেন।
শুধু তাই নয়, অভিযুক্ত তরুণীকে বলেন, তিনি কাকুর মতো। কোনও প্রয়োজন হলে যেন তাঁকে বলেন। শুধু তাই নয়, তরুণীর নম্বর রইস শেখের কাছে খাবার ডেলিভারি দেওয়ার জন্য পৌঁছে যায়। সেই নম্বরে তরুণীকে রইস শেখ মেসেজ পাঠান। পুলিশের কাছে তরুণী জানিয়েছেন, তিনি সেই মেসেজ মুছে ফেলেন।
তরুণী অভিযোগ করেন, এখানেই শেষ নয়, রইস শেখ আবার জন চান। তরুণী আবার জল দিতে এলে তাঁর হাত ধরে কাছে টানার চেষ্টা করেন। কিন্তু তরুণী এবার প্রথম থেকে সতর্ক ছিলেন। তিনি পাল্টা ডেলিভারি এজেন্টের হাত ধরে নেন। তরুণী জানিয়েছেন, আবাসনের অ্যালার্ম বাজান তিনি। সেই সময় নিজের বিপদ বুঝতে পারেন রইস শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ডেলিভারি এজেন্ট সফল হয় না। আবাসনের নিরাপত্তা রক্ষীরা তাঁকে ধরে ফেলেন। এরপরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুনের সিটি পুলিশ জানিয়েছে, রইস জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে। পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন। জোম্যাটো ডেলিভারি এজেন্টের ব্যবহারে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে সংস্থাকে। অন্যদিকে তিনি অভিযোগ করেন, অনলাইনে তিনি দীর্ঘদিন ধরে খাবার অর্ডার দিচ্ছেন। কোনওদিন এই ধরনের পরিস্থিতিতে পড়েননি।
শিশুর হেফাজত নিয়ে মামলার শুনানি! বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের