উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তরের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাব তেমন নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব কমই। ভারী বৃষ্টি কিংবা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সমুদ্রের দিকে বাতাস বেশি থাকবে। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় মেঘলা আকাশ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোনওভাবেই একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
নিম্নচাপের অবস্থান
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা ও বাংলা উকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপটি অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যার অভিমুখ দক্ষিণ-পশ্চিম মুখী। আগামী দুদিনে যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ওড়িশার উত্তর এবং ছত্তিশগড়ের উত্তর দিকে সরে যাবে।
নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তর প্রদেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বর্ষা বিদায় শুরু
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থানের কিছু অংশ এবং কচ্ছ থেকে এবারের মতো বর্ষা বিদায় নিয়েছে। সাধারণভাবে এইসব থেকে থেকে বর্ষা বিদায় নেয় ১৭ সেপ্টেম্বর। দেশ থেকে বর্ষা বিদায়ের যে রেখা রয়েছে তা খাজুওয়ালা, বিকানের, যোধপুর এবং নালিয়ার ওপর দিয়ে গিয়েছে।
আগামী কয়েকদিন যেসব জায়গায় বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে ওড়িশা, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মারাঠাওয়াড়া, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশে। এছাড়াও পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।