আগেভাগেই অস্ট্রেলিয়ায়
প্রথমে ঠিক ছিল ভারতীয় দল অস্ট্রেলিয়া যাবে ৯ তারিখ। কিন্তু হেড কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছেন, অস্ট্রেলিয়ায় অতিরিক্ত কয়েকটি প্র্যাকটিস ম্যাচের বন্দোবস্ত করতে। টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ওই ম্যাচে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই নামতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই ভারত ১০ উইকেটে পরাস্ত হয়েছিল পাকিস্তানের কাছে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বিরাট কোহলির ভারতের।
প্রস্তুতি ম্যাচে জোর
একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে উল্লেখ, ভারত অস্ট্রেলিয়ায় পৌঁছে ২-৩টি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে। বিসিসিআইয়ের এক কর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে লেখা হয়েছে, আইসিসি যে ওয়ার্ম আপ ম্যাচের ব্যবস্থা করেছে তার বাইরেও কয়েকটি ম্যাচ খেলার জন্য বিভিন্ন দলের সঙ্গে কথাবার্তা চলছে। হেড কোচ দ্রাবিড় সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের নিয়ে ৫ অক্টোবরই অস্ট্রেলিয়া রওনা হয়ে যাবেন। রিজার্ভে থাকা ক্রিকেটারদেরও দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। কয়েকজন নেট বোলারকেও নিয়ে যাওয়া হতে পারে।
|
বাড়তি অনুশীলন ম্যাচ
টি ২০ বিশ্বকাপের আগে আইসিসি ভারতীয় দলের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করেছে। ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দুটি খেলবে ভারত। দুটি খেলাই হবে ব্রিসবেনের গাব্বায়। অস্ট্রেলিয়া টি ২০ বিশ্বকাপ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল এই নিউজিল্যান্ডকে হারিয়েই। সেই দুই দলের বিরুদ্ধেই রোহিত শর্মারা বিশ্বকাপের মহড়া সেরে নেওয়ার সুযোগ পাবেন। বিশ্বকাপের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে সে কারণে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগেই সে দেশে পৌঁছে যাবে মেন ইন ব্লু। তবে আর কোন কোন দলের বিরুদ্ধে রোহিতদের প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে
দ্রাবিড়ের অনুরোধে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেল। তিনি বরাবর ম্যাচ প্র্যাকটিসের উপর জোর দেন। ভারতে ওয়ান ডে সিরিজ খেলেই দক্ষিণ আফ্রিকা টি ২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপের কয়েকজন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে পারেন দ্রাবিড়। কিন্তু ভারতের টি ২০ বিশ্বকাপ দল যেহেতু আগেই অস্ট্রেলিয়া যাচ্ছে, সেক্ষেত্রে তেম্বা বাভুমার দলের বিরুদ্ধে ভারত একদিনের সিরিজে দ্বিতীয় সারির দলই নামাতে চলেছে।