সম্পত্তি হাত বদলের অভিযোগ, সায়গলের মা-স্ত্রীকে দিল্লিতে তলব

অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনের গ্রেফতারির পরেও একাধিক সম্পত্তি হাতবদল হয়েছে। সায়গলের স্ত্রী ও মায়ের নামে থাকা একাধিক সম্পত্তি হাত বদল হয়েছে। সেই তথ্য জানতে এবার সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে দিল্লিতে তলব করল ইডি। সূত্রের খবর অনুব্রত মণ্ডল তাঁর একাধিক সম্পত্তি বেনামে সায়গল হোসেন এবং তাঁর পরিবারের নামে কিনেছিলেন।

More ANUBRATA MONDAL News  

Read more about:
English summary
ED issued notice to Saigal Hossain's mother and wife
Story first published: Monday, September 19, 2022, 14:20 [IST]