রাহুল গান্ধীকে দলের সভাপতি নির্বাচিত করতে হবে, কংগ্রেসের অভ্যন্তরে জোড়াল হচ্ছে দাবি

কংগ্রেসের অভ্যন্তরে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি ক্রমেই জোড়াল হচ্ছে। মোট সাতটি রাজ্যের কংগ্রেস ইউনিট রাহুল গান্ধীকে দলের সভাপতি করার দাবি জানিয়ে প্রস্তাব পাস করিয়েছে। এছাড়াও পুদুচেরির কংগ্রেস ইউনিট এই ধরনের প্রস্তাব পাস করিয়েছে। শনিবার প্রথম রাজস্থান কংগ্রেস রাহুল গান্ধীকে দলের সভাপতি করার দাবি জানিয়ে প্রস্তাব পাস করায়। সোমবারের মধ্যে আরও ছয়টি রাজ্য রাজস্থানের পদ অনুসরণ করে।

রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি করার দাবি

শনিবার কংগ্রেসের রাজস্থান ইউনিটের বৈঠকে রাহুল গান্ধীকে দলের পরবর্তী সভাপতি করার দাবি জানিয়ে প্রস্তাব পাস করা হয়। রবিবার কংগ্রেসের ছত্তিশগড় শাখায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাহুল গান্ধীর দাবি জানিয়ে একটি প্রস্তাব পেশ করেন। ছত্তিশগড় শাখার কংগ্রেসের ৩১০ জন প্রতিনিধি সেই প্রস্তাব পাস করে। এই ৩১০ জন কংগ্রেস প্রতিনিদি দলের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

কংগ্রেসের বিভিন্ন ইউনিটে প্রস্তাব পাস

রবিবার গুজরাতেও কংগ্রেসের রাজ্য ইউনিট একই ধরনের দাবি তোলে। রবিবারই তামিলনাড়ু এবং বিহারের কংগ্রেস কমিটিগুলিও সংশ্লিষ্ট রাজ্য সাধারণ পরিষদের সভায় এই প্রস্তাব পাস হয়েছে। রবিবার পর্যন্ত রাহুল গান্ধীকে সমর্থনকারী রাজ্য ইউনিটের সংখ্যা পাঁচটি ছিল। সোমবার জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্রের কংগ্রেস ইউনিট রাহুল গান্ধীকে দলের সভাপতির দাবি তুলে প্রস্তাব পাস করিয়েছে। সোমবার হিমাচল প্রদেশের কংগ্রেস ইউনিটের বৈঠক রয়েছে। সেখানেও একই ধরনের প্রস্তাব পাস করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর মন্তব্যে ধোঁয়াশা

বিভিন্ন রাজ্য থেকে রাহুল গান্ধীকে সভাপতি নির্বাচিত করার দাবি জোড়াল হচ্ছে। তবে কংগ্রেসের এই নেতা আদৌ দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন কি না সেই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বর্তমানে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছেন। কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, যদি দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা না দেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। তিনি বিস্তারিতভাবে বলবেন কেন তিনি সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। অন্যদিকে, ছত্তিশগড় কংগ্রেসের তরফে আবেদন করা হয়েছে, দলের নেতাদের অনুভূতির কথা খেয়াল রেখে রাহুল গান্ধী যেন সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করেন।

রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ

রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের প্রবীণ নেতাদের একাংশের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কংগ্রেসের প্রায় ২৩ জন প্রবীণ নেতা দলের অভ্যন্তরে সংস্কারের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে কংগ্রেসের সুষ্ঠ সভাপতি নির্বাচনের যেমন দাবি তোলা হয়েছিল, তেমনি রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। গত কয়েক বছরে কংগ্রেসের একাধিক প্রবীণ নেতা দল ছেড়েছেন। বার বার দলের অভ্যন্তরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। সম্প্রতি কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়েন। তিনি কংগ্রেস ছাড়ার জন্য সম্পূর্ণভাবে রাহুল গান্ধীকে দায়ী করেন।

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হাতে গড়া দলও মিশল গেরুয়া শিবিরেবিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হাতে গড়া দলও মিশল গেরুয়া শিবিরে

More CONGRESS News  

Read more about:
English summary
7 state units resolution pass for Rahul Gandhi as Congress president
Story first published: Monday, September 19, 2022, 19:06 [IST]