ঈশ্বররূপে পূজা যোগী আদিত্যনাথকে
উত্তরপ্রদেশে অযোধ্যা-প্রয়াগরাজ মহাসড়কের পাশেই একটি মন্দির নির্মাণ করা হয়েছে। সেই মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সেখানে যোগী আদিত্যনাথের হাতে তির ও ধনুক রয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যার সময় আরতি হয়। জানা গিয়েছে, অযোধ্যা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভারতকুণ্ডের কাছে এই মন্দির তৈরি করা হয়েছে। কথিত রয়েছে, এখানে শ্রীরাম চন্দ্রের ভাই ভরত নির্বাসনে থাকাকালীন এখানে বাস করতেন। এই এলাকা ভরত শাসন করতেন বলে স্থানীয়দের বিশ্বাস।
যোগী মন্দিরের প্রতিষ্ঠাতা
প্রভাকর মৌর্য নামে উত্তরপ্রদেশের এক বাসিন্দা এই মন্দির নির্মাণ করেছেন। মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, 'যোগী আদিত্যনাথ আমাদের জন্য রাম মন্দির তৈরি করেছেন। তাই আমি তাঁর জন্য এই মন্দির নির্মাণ করেছি।' ৩২ বছরের মৌর্য নিজেকে যোগী আদিত্যনাথের এক ভক্ত বলে উল্লেখ করেছেন। তিনি পেশায় ইউটিউবার বলে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, বিজেপির জন্য, যোগীর জন্য ইতিমধ্যে অনেক গান তৈরি করেছেন।
রাজনৈতিক নেতাদের নামে মন্দির
রাজনৈতিক নেতাদের উৎসর্গ করে মন্দির তৈরির রেওয়াজ ভারতে নতুন নয়। এর আগেও বিভিন্ন সেলিব্রেটি ও রাজনৈতিক নেতাদের সম্মান জানিয়ে মন্দির তৈরি করা হয়েছে। চেন্নাইয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সুপারস্টার এমজি রামচন্দ্রনকে উৎসর্গ করে মন্দির তৈরি করা হয়েছে। ত্রিচিতে তামিল অভিনেত্রী খুসবু সুন্দরের ভক্তরা একটি মন্দির নির্মাণ করেছিলেন। খুসবু সুন্দর পরে অভিনয়ের জগৎ থেকে সরে এসে রাজনীতিতে যোগ দেন। তিনি কংগ্রেস ও ডিএমকের নেত্রী ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন।
মোদীর সম্মানে মন্দির
কলকাতায় সুপারস্টার অমিতাভ বচ্চনকে উৎসর্গ করা একটি মন্দির রয়েছে। সেখানে অভিনেতা অমিতাভ বচ্চনের একটি ছবিও রয়েছে। মন্দিরটিতে নিত্য পুজো হয়। তেলেঙ্গানায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে সম্মান জানিয়ে একটি মন্দির তৈরি করা হয়। তেলেঙ্গানায় সোনিয়া গান্ধীর সমর্থকরা তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়ে এই মন্দির তৈরি করেন। ২০১৫ সালে বিজেপি সমর্থকদের একটি দল গুজরাতের রাজকোটের কাছে একটি গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসর্গ করে একটি মন্দির তৈরি করেছিল।