নায়ক বিরাট, আড়ালে ভুবনেশ্বর:
আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম শতরানটি করেন বিরাট কোহলি। এটি প্রায় গত তিন বছরে কোহলির প্রথম শতরানও বটে। প্রত্যেকেই এই ইনিংসের প্রশংসা করেছেন এবং এই ইনিংসের ফলে বিরাট তাঁর হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেই মত অনেকের। কিন্তু এরই মধ্যে একটা শব্দও খরচ না ভুবনেশ্বর কুমারের পাঁচ উইকেট পাওয়াকে কেন্দ্র করে।
তারকা বন্দনাই এর কারণ মনে করেন গম্ভীর:
তারকা বন্দনাই এই সমস্যার প্রধান কারণ উল্লেখ করেছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, "কোহলি যখন ১০০ রান করেছে তখন মিরাটের ছোট মফস্বল থেকে উঠে আসা ছেলেটা (ভুবনেশ্বর কুমার) পাঁচ উইকেট সংগ্রহ করেছে। কেউ সেটা নিয়ে কোনও কথা বলার প্রয়োজন আছে সেটা পর্যন্ত মনে করেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমিই একমাত্র ব্যক্তি যে ধারাভাষ্যের সময় সেই কথা উল্লেখ করেছি। ও চার ওভার বোলিং করে পাঁচ উইকেট পেয়েছে, এটা আমার মনে হয় না কেউ জানেন। কিন্তু কোহলির শতরান এবং তার সেলিব্রেশন সব জায়গায় হয়েছে। ভারতের প্রয়োজন এই রকম তারকা বন্দনা থেকে বেরিয়ে আসা।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা:
গৌতম গম্ভীর আরও বলেছেন, "কে এটা তৈরি করেছে? এটা দু'টি জিনিসের কারণে তৈরি হয়েছে। প্রথমত সোশ্যাল মিডিয়া ফলোয়ার যেটা হয়তো দেশের মধ্যে সব থেকে ফেক জিনিস কারণ আপনাকে বিচার করা হয় আপনার কত জন ফলোয়ার রয়েছে তা দিয়ে। এর মধ্যে দিয়ে ব্র্যান্ড তৈরি হয়। দ্বিতীয় মিডিয় এবং সম্প্রচারকারীরা। এক জনকে নিয়েই যদি দিন-রাত কথা বলা হয় তা হলে সেটা ব্র্যান্ড হয়ে যায়। যেটা হয়েছে ১৯৮৩-এর ক্ষেত্রে। ধোনির থেকে কেন শুরু হবে? ১৯৮৩ সালে ভারত যখন প্রথম বিশ্বকাপ জেতে তখন পুরোটাই কপিল দেবকে ঘিরে। ২০০৭, ২০১১-এ ধোনিকে ঘিরে। কে এটা তৈরি করেছে? কোনও ক্রিকেটার এটা করেনিএবং এটা বিসিসিআই-ও করেনি।"
দু'টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য গম্ভীর:
ভারতের জার্সিতে দু'টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর। ২০০৭ সালে প্রথম বার টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেই প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন গম্ভীর। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম কাণ্ডারী ছিলেন গম্ভীর। ফাইনালে তাঁর খেলা ৯৭ রানের ইনিংস ভারতীয়রা দীর্ঘ দিন মনে রাখবে।