পার্থর বিস্ফোরক দাবি
এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়। জেরার মুখে বিস্ফোরক দাবি করেছে পার্থ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন,'ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত, সেই ফাইলে সই করতাম'। তিনি দাবি করেছেন, দুর্নীতি সম্পর্কে কিছু জানতেন না। তিনি দাবি করেছেন 'আমার ভূমিকা খুব সীমিত ছিল, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম'। এক কথা বুঝিয়ে দিয়েছেন তিনি এই দুর্নীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এক কথায় তিনি স্বাস্থ্য আধিকারীকদের উপরেই দুর্নীিতর দায় চাপিয়েছেন তিনি। দফায় দফায় জেরা করছে তারা।
আজই ইডির চার্জশিট
আজই ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে। দিল্লির ইডি সূত্রের খবর, আজই তারা চার্জশিট জমা দেবেন। ৫৮ দিেনর মাথায় তাঁরা চার্জশিট জমা দেবেন তাঁরা। তাতে আরও চাপ বাড়বে পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের পক্ষ থেকে দুর্নীতির মূল চক্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করা হয়েছে। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে মূল পাণ্ডা হিসেবে দাবি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাতে আরও চাপ পড়ছে বিজেপির। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রভাবশালী যোগের সম্ভাবনাও
মুখোমুখি বসিয়ে জেরা
মনে করা হচ্ছে সিবিআই এসএসসি দুর্নীতির হদিশ জানতে পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণ গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে। গতকাল থেকে তারই প্রস্তুতি করছে সিবিআই। তদন্তকারীরা ৬ঘণ্টা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়কে জেরার পর তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানতে পেরেছেন সুপারিশের নিয়োগ পত্রে সই করতেন কল্যাণ গঙ্গোপাধ্যায়। এই ভাবেই চলছে দুর্নীতি। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করে আসল সত্যিটা উদঘাটন করতে চাইছে সিবিআই।
আদালতে কান্না পার্থর
পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই আবেদনের প্রেক্ষিতে আদালতে প্রায় কান্নায় ভেঙে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি সেখানে বারবার দাবি করেছেন তিিন কোনও দুর্নীতি করেননি। তদন্তকারীদের দাবি খারিজ করে পার্থ চট্টোপাধ্যায় আদালতে দাবি করেছিলেন কোনও দিনই তিিন কোনও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি রাজনৈিতক ষড়যন্ত্রের শিকার। তিনি অসুস্থ তাঁকে জেন জামিন দেওয়া হয়।