পঞ্জাবের মুখ্যমন্ত্রীর টুইট
সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'বিশ্বের যে কোনও মুদ্রার নিরিখে জনগণের বিশ্বাসের কোনও মূল্য নেই। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঞ্জাবের বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানে আস্থা ভোটের মাধ্যমে আইনিভাবে পঞ্জাবে আপ সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হবে। বিপ্লব দীর্ঘজীবী হোক।' এই বিষয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একটি ভিডিও প্রকাশ করেছেন।
‘অপারেশন লোটাস’য়ের নিন্দা আপের
রবিবার আম আদমি পার্টির জাতীয় সম্মেলনে বিজেপির অপারেশন লোটাস'য়ের নিন্দা করা হয়। সেখানে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে অপারেশন লোটাস'য়ের সঙ্গে যুক্তদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করার ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজার দাবি করা হয়। আপ নেতা সঞ্জয় সিং রবিবার গেরুয়া শিবিরের অপারেশন লোটাস'য়ের নিন্দা করেন। তিনি বলেন, এটা অখণ্ড ভারতের ওপর সব থেকে বড় হামলা। দেশে বিদেশি আক্রমণের থেকে অপারেশন লোটাস' কোনও অংশে কম নয়। অপারেশন লোটাস'য়ের মাধ্যমে বিজেপি একের পর এক রাজ্যে সরকারের পতন করছে। বিজেপি ক্ষমতাসীন অবৈধ সরকার গঠন করছে। সঞ্জয় সিং বলেন, অপারেশন লোটাসের যুক্ত প্রত্যেকে বিশ্বাসঘাতক। এদের যাবজ্জীবন সাজা দেওয়া উচিত।
অপারেশন লোটাস কী
মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশির সময় আপ নেতারা অপারেশন লোটাস'-এর প্রসঙ্গে তুলে আনে। আপের তরফে অভিযোগ করা হয়, 'মোদী কেন্দ্রের বড় বড় প্রকল্পের সম্পর্কে বলেন। কিন্তু বিজেপি কখনই তাদের সব থেকে বড় প্রকল্প অপারেশন লোটাসের সম্পর্কে কোথাও উল্লেখ করে না। কিন্তু দেশের প্রতিটি মানুষ বিজেপির অপারেশন লোটাসের কথা জানে। যে কোনও রাজ্যে বিজেপি বিধানসভা নির্বাচনে হেরে গেলে ষড়যন্ত্র করে সেখানে সরকার গঠন করে। এই ষড়যন্ত্র বিজেপির শীর্ষনেতৃত্বরা করেন। এটিকেই বলা হয় অপারেশন লোটাস। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপিকে সরকার গঠন করতে দেখা গিয়েছে। কর্ণাটক, অরুণাচল প্রদেশে লোটাস অপারেশনের মাধ্যমে জনগণের নির্দেশকে অসম্মান করা হয়েছে।'
দিল্লিতে আস্থা ভোট
মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআইয়ের তল্লাশির পর থেকেই আপ বিজেপির সংঘাত বাড়তে শুরু করেছে। আপের তরফে অভিযোগ করা হয়, তাদের বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। অন্যান্য রাজ্যের মতো সরকার পতনের চেষ্টা করছেন। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক দেন। আস্থা ভোটের প্রস্তাব দেন। দিল্লিতে কেজরিওয়ালের সরকার আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে।