প্রকাশ্য অন্দরের অসন্তোষ, মদন মিত্রকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় বিস্ফোরক প্রসূন

দলে কোনও দ্বন্দ্ব নেই ভাগ নেই। নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠকে এমনই দাবি করেছিলেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে এসে পড়ল অন্তর্দ্বন্দ। প্রকাশ্যে মদন মিত্রকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় সরব হয়েছেন টিএমসি বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি। তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।'

বিস্ফোরক প্রসূণ

হঠাৎ করে বেসুরো শোনাচ্ছে বিধায়ক প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সাংসদ প্রকাশ্যেই বলেছেন মদন মিত্রকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রসূণের সেই মন্তব্য। তিনি বলেছেন,'মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি। তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মানি না। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না।' প্রসঙ্গত উল্লেখ্য প্রসূণ বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন তখন পাশেই বসেছিলেন মদন মিত্র।

মদন মিত্রকে ছাড়া ক্রীড়ামন্ত্রী মানি না

বালিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, 'ক্রীড়া মন্ত্রী যদি কেউ তৃণমূল সরকারের হয়ে থাকেন, একমাত্র মদন মিত্র। আর কাউকে ক্রীড়া মন্ত্রী মানি না আমি। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মন্ত্রিসভায় ওর নাম নেই। আমি সাংসদ হয়ে বলছি, আমি অবাক হয়ে যাচ্ছি।' প্রসূণের এই মন্তব্য দাবানলের মত সোশ্যাল িমডিয়ায় ছড়িয়েছে। তার পরেই দলের অন্দরে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে।

ঐক্যের বার্তা মমতার

পার্থ আর অনুব্রতর গ্রেফতারির পর দলের রাশ শক্ত হাতে ধরে রাখতে সাংগঠনিক বৈঠকে ঐক্যের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন , তৃণমূলের অন্দরে কোনও বিভেদ নেই। সবাই এক। এই তৃণমূল আরও বেশি মজবুত এবং ঐক্যবদ্ধ। কয়েকটি বিরোধী দল অকারণে দলের অন্দরে ফাটল ধরানোর চেষ্টা করছে। মিথ্যে কথা বলে অপপ্রচার চালাচ্ছে যেটা কোনও ভাবেই কেউ কান দেবেন না। দলে ফাটল ধরানোর চক্রান্ত করছে বিরোধীরা।

বেসুরো প্রসূণ

ঠিক লোকসভা ভোটের আগে বেসুরো প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তার পরে আবার মদন মিত্রকে পাশে নিয়ে প্রসূণের এই মন্তব্যে নতুন করে জল্পনা পারদ চড়েছে। প্রসূণ মুখোপাধ্যায়ের এই বক্তব্যের পর শাসক দলের অন্দরে যে ক্ষোভ তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই নিয়ে আবার নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। একের পর এক ইডি-সিবিআই হানায় জর্জরিত শাসকদল। তারপরে আবার বিজেপি নেতারা হুমকি দিচ্ছেন সরকার ফেলার। একের পরএক দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে।

আদিবাসী ভোটের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি, কো-পর্যবেক্ষক আশা লাকড়াকে বিশেষ দায়িত্বআদিবাসী ভোটের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি, কো-পর্যবেক্ষক আশা লাকড়াকে বিশেষ দায়িত্ব

More MADAN MITRA News  

Read more about:
English summary
TMC MLA Pasun Banerjee oppose for droping Madan Mitra from cabinet