সামনেই কংগ্রেসের সভাপতি নির্বাচন। রাহুল গান্ধীকে দলের সভাপতি করা উচিত বলে একটি প্রস্তাব পাস করেছে রাজস্থান কংগ্রেস। জানা গিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্য কংগ্রেসে একটি প্রস্তাব পাস করেছেন। সেখানে জানানো হয়েছে, রাহুল গান্ধীকে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন করা উচিত।
রাজস্থানের মন্ত্রী পিএস খাচারিয়াওয়াস সাংবাদিকদের বলেন, প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটিগুলোতে একটি করে সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে একটি করে প্রস্তাব পাস করা হচ্ছে। সেই প্রস্তাবে পরবর্তী কংগ্রেস সভাপতিকে পিসিসি এবং এআইসিসি সদস্য নিয়োগের জন্য অনুমোদন করা হচ্ছে। তিনি বলেন, প্রস্তাবে বলা হয়েছে, জাতীয় সভাপতি রাজ্যের সভাপতি নির্বাচনে যা সিদ্ধান্ত নেবেন, তা সবাই মেনে চলবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই প্রস্তাব ছাড়াও আরও একটি প্রস্তাব পাস করিয়েছে। সেখানে বলা হয়েছে, রাহুল গান্ধীকে কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা উচিত।
পুদুচেরির প্রদেশ কংগ্রেসও একটি প্রস্তাবের মাধ্যমে রাহুল গান্ধীকে দলের পরবর্তী সভাপতি করার দাবি তুলেছে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের ইউনিটে ১৯ সেপ্টেম্বর সোমবার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেও রাহুল গান্ধীকে দলের পরবর্তী সভাপতি করার দাবি তুলে একটি প্রস্তাব পাস করানো হবে। তবে বর্তমানে রাহুল গান্ধীকে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন।
রাহুল গান্ধী দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন কি না, সেই বিষয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। গত সপ্তাহে ভারত জোড়ো যাত্রার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা না দেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। তিনি বিস্তারিতভাবে বলবেন কেন তিনি সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
জানা গিয়েছে, কংগ্রেসের সভাপতি নির্বাচনের মনোনয়ন ২৪ সেপ্টেম্বর থেকে জমা দেওয়া যাবে। ২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়া শেষ দিন। যদি একজন প্রার্থী মনোনয়ন জমা দেন, সেক্ষেত্রে নতুন করে নির্বাচন হবে না। তিনি কংগ্রেসের পরবর্তী সভাপতি হবেন। তবে সম্প্রতি কংগ্রেসের প্রবীণ নেতারা দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান মধুসূদন মিস্ত্রিকে চিঠি লিখে সভাপতি নির্বাচনের নিয়মের বদল আনার আহ্বান করেছিলেন।
সম্প্রতি কংগ্রেসে কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান মধুসূদন মিস্ত্রি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, দলের প্রবীণ নেতাদের দাবি মেনে নিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচনে বদল আনা হয়েছে। এর ফলে কংগ্রেসের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা দলের অভ্যন্তরে ভোটার তালিকা দেখতে পাবেন।