|
মোহালি ভারতের পয়া
ভারত মোহালিতে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে তিনটিতেই। প্রথম টি ২০-তে ২০০৯ সালের ১২ ডিসেম্বর ভারত ৬ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে ২৭ মার্চ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ৬ উইকেটেই। বিরাট কোহলির নেতৃত্বেই শেষবার এখানে টি ২০ আন্তর্জাতিক খেলেছে ভারত। ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় এসেছিল ৭ উইকেটে।
|
অস্ট্রেলিয়া মেন ইন ব্লুর বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে
অস্ট্রেলিয়া মোহালিতে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। দুটিই ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে। ভারতের কাছে হারার দুদিন আগে অবশ্য অজিরা এখানে হারিয়েছিল পাকিস্তানকে। সেই ম্য়াচে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিয়েছিল ২১ রানে। অবশ্য বিশ্বচ্যাম্পিয়ন অ্যারন ফিঞ্চের দল মঙ্গলবার মাঠে নামবে মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে।
|
রানের হিসেব
মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক স্কোর ৪ উইকেটে ২১১। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতের সামনে টার্গেট ছিল ২০৭ রানের, ১৯.১ ওভারে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। অস্ট্রেলিয়া ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে এখানে তুলেছিল ৪ উইকেটে ১৯৩। মোহালিতে অজিদের এটিই সর্বাধিক রান। ভারতের বিরুদ্ধে ২০১৬-র টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল। সেবারও ভারত ৪ উইকেট হারিয়ে ১৯.১ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রা পূরণ করে নেয়।
|
বিরাট সাফল্য
মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলিই সর্বাধিক রান সংগ্রহকারী। ২টি ম্যাচ খেলেছেন। ২ বারই অপরাজিত থেকে তিনি মোট ১৫৪ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮২। রোহিত শর্মা এখানে ২টি টি ২০ আন্তর্জাতিকে ২৪ রান করেছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করেছেন। ২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৬৩ রান। টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার জেমস ফকনারের মোহালিতে ২ ম্যাচে ৬ উইকেট রয়েছে। ভারতের যুবরাজ সিং ২ ম্যাচে পেয়েছেন চারটি উইকেট। হার্দিক পাণ্ডিয়া তিনটি ও দীপক চাহার দুটি উইকেট পেয়েছেন।