|
হেলে গিয়েছে বহুতল
বেশ কিছু বহুতল হেলে গিয়েছে এদিন তাইওয়ানের ভূমিকম্পে।
|
পাহাড়ে ধস
এক বাইক আরোহী পিছনে সওয়ারিকে নিয়ে যাচ্ছিলেন পাহাড়ি রাস্তা ধরে। হঠাৎ ভূমিকম্পে ধস নামতে দেখা গিয়েছে পাহাড়ে। সেই সময় সেই রাস্তায় থাকা সবাই আটকে পড়েন।
|
ঘরের বাইরে দুলছে সব কিছু
কোনও এক ঠিকানায় চলছিল নির্মাণ কাজ। কিন্তু তীব্র ভূমিকম্পের জেরে পুরো নির্মান আর তার সঙ্গে থাকা ক্রেন-সহ বিভিন্ন যন্ত্রও দুলতে থাকে ভূমিকম্পের জেরে।
|
ঘরের ভিতরে দুলছে সবকিছু
প্রবল ভূমিকম্পে ঘরে ভিতরে ঝাড়বাতি হোক কিংবা চেয়ার টেবিল, সবই দুলতে দেখা গিয়েছে এদিনের ভূমিকম্পে।
|
খেলনার মতো কাঁপছে ট্রেন
স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনকে খেলবনার মতো কাঁপতে দেখা গিয়েছে। আর স্টেশনে থাকা দুই যাত্রীকে দেখা গিয়েছে বিভ্রান্ত হয়ে স্টেশনেই বসে পড়তে।