কোথাও হেলে পড়েছে বহুতল, পাহাড়ে নামছে ধস, ঘরের ভিতর-বাইরে দুলছে সবকিছু! এদিনের ভাইরাল ছবি-ভিডিও

ভয়ঙ্কত ভূমিকম্প। সেই ভূমিকম্পের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোথাও দেখা যাচ্ছে ট্রেন কেঁপে উঠছে খেলনার মতো আবার পাগাড়ে ধাস নামতেও দেখা যাচ্ছে। ঘরে ভিতর ও বাইরে সব কিছু দুলতে দেওয়া গিয়েছে। বেশ কিছু ছবি ভিডিও থাকল এই প্রতিবেদনে।

হেলে গিয়েছে বহুতল

বেশ কিছু বহুতল হেলে গিয়েছে এদিন তাইওয়ানের ভূমিকম্পে।

পাহাড়ে ধস

এক বাইক আরোহী পিছনে সওয়ারিকে নিয়ে যাচ্ছিলেন পাহাড়ি রাস্তা ধরে। হঠাৎ ভূমিকম্পে ধস নামতে দেখা গিয়েছে পাহাড়ে। সেই সময় সেই রাস্তায় থাকা সবাই আটকে পড়েন।

ঘরের বাইরে দুলছে সব কিছু

কোনও এক ঠিকানায় চলছিল নির্মাণ কাজ। কিন্তু তীব্র ভূমিকম্পের জেরে পুরো নির্মান আর তার সঙ্গে থাকা ক্রেন-সহ বিভিন্ন যন্ত্রও দুলতে থাকে ভূমিকম্পের জেরে।

ঘরের ভিতরে দুলছে সবকিছু

প্রবল ভূমিকম্পে ঘরে ভিতরে ঝাড়বাতি হোক কিংবা চেয়ার টেবিল, সবই দুলতে দেখা গিয়েছে এদিনের ভূমিকম্পে।

খেলনার মতো কাঁপছে ট্রেন

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনকে খেলবনার মতো কাঁপতে দেখা গিয়েছে। আর স্টেশনে থাকা দুই যাত্রীকে দেখা গিয়েছে বিভ্রান্ত হয়ে স্টেশনেই বসে পড়তে।

বাতাসের বেগ ঘন্টায় ২৩০ কিমি! টাইফুন নানমাডলের আঘাতে লন্ডভন্ড জাপানবাতাসের বেগ ঘন্টায় ২৩০ কিমি! টাইফুন নানমাডলের আঘাতে লন্ডভন্ড জাপান

More TAIWAN News  

Read more about:
English summary
Multi-storey building is leaning, mountain is collapsing, everything is swinging inside outside the house due to Tiwan Earthquake
Story first published: Sunday, September 18, 2022, 22:08 [IST]