ইডেনে টি ২০ ম্যাচে জোড়া শতরান! লেজেন্ডস লিগে শেহওয়াগের গুজরাত হারাল গম্ভীরহীন ইন্ডিয়া ক্যাপিটালসকে

ইডেনে লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল গুজরাত জায়ান্টস। শনিবারের এই ম্যাচে বীরেন্দ্র শেহওয়াগের গুজরাতের খেলা ছিল গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে। যদিও গম্ভীর এই ম্যাচটিতে খেললেন না। ফলে ইন্ডিয়া ক্যাপিটালসকে নেতৃত্ব দেন জ্যাক কালিস। গুজরাত জায়ান্টসের হয়ে দুরন্ত শতরান হাঁকিয়ে অবদান রাখলেন কেভিন ও'ব্রায়েন। তবে ইন্ডিয়া ক্যাপিটালসের বিপর্যয় সামলে শতরানকারী অ্যাশলে নার্সই হয়েছেন ম্যাচের সেরা।

লেজেন্ডস লিগ ক্রিকেট একের পর এক ধাক্কা খাচ্ছে। চ্যারিটি ম্যাচে প্রথমে ঠিক ছিল ইন্ডিয়া মহারাজাসকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ওয়ার্ল্ড জায়ান্টসকে ইয়ন মর্গ্যান নেতৃত্ব দেবেন। দুজনের কেউই এই ম্যাচ খেলেননি। বীরেন্দ্র শেহওয়াগকে ইন্ডিয়া মহারাজাসের অধিনায়ক করা হয়েছিল, তিনিও শেষ মুহূর্তে অধিনায়কত্ব না করায় হরভজন সিং ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলেছিলেন। এরপর শনিবাসরীয় সন্ধ্যায় গৌতম গম্ভীর না খেলায় কালিস নেতৃত্ব দেন ইন্ডিয়া ক্যাপিটালসকে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টস অধিনায়ক বীরেন্দ্র শেহওয়াগ। চতুর্থ ওভারে ১৯ রানের মাথায় দুটি উইকেট পড়ে। তৃতীয় উইকেট ২১ রানে পড়ে, ৬.২ ওভারে ৩৪ রানে পড়ে চতুর্থ উইকেট। হ্যামিলটন মাসাকাদজা ৭, কালিস ৪ বলে ০, সলোমন মিরে ৯ ও সুহেল শর্মা ০ রানে আউট হন। ইন্ডিয়া ক্যাপিটালস লড়াইয়ের জায়গায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী অ্যাশলে নার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে। ৮টি চার ও ৯টি ছয়ের সাহায্যে তিনি ৪৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। দীনেশ রামদিন ৩১ ও লিয়াম প্লাঙ্কেট ১৫ রান করেন। ইন্ডিয়া ক্যাপিটালস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। কেপি আপান্না ও রায়াদ এমৃত দুটি করে উইকেট নেন। অশোক দিন্দা ২ ওভারে ২৬ রান দিয়ে উইকেট পাননি।

জবাবে ১৮.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত জায়ান্টস। বীরেন্দ্র শেহওয়াগ ১০ বলে ৬ রান করে মিচেল জনসনের বলে নার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। বীরু আউট হলে গুজরাতের স্কোর দাঁড়ায় ৪ ওভারে ১ উইকেটে ৪০। শেহওয়াগের ওপেনিং পার্টনার কেভিন ও'ব্রায়ান ৬১ বলে ১০৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও তিনটি ছয়। পার্থিব প্যাটেল ২৪ ও যশপাল সিং ২১ রান করেন। প্রবীণ তাম্বে ৩.৪ ওভারে ২৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। প্লাঙ্কেট নেন ২টি উইকেট। একটি করে উইকেট দখল করেন জনসন ও নার্স।

More VIRENDER SEHWAG News  

Read more about:
English summary
Virender Sehwag-Led Gujarat Giants Beat India Capitals In Legends League Cricket At Eden Gardens. Ashley Nurse And Kevin O'Brien Hit Centuries.
Story first published: Sunday, September 18, 2022, 0:42 [IST]