বোমা মারার হুমকি মদন মিত্রের, শুভেন্দুকে নিশানা করে কী বললে তৃণমূল বিধায়ক

সৌগত রােয়র পর এবার বিস্ফোরক বিধায়ক মদন মিত্রে। কামারহাটির বিধায়কের মুখে শোনা গেল বোমা মারার হুমকি। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বোমা মারার হুমকি দিয়েছেন তিনি। বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন মদন মিত্র। তিনি বলেছেন, 'যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব'

শুভেন্দুকে নিশানা মদন মিত্রের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মদন মিত্রের যাকে বলে আদায় কাঁচ কলায় সম্পর্ক। একুশের বিধানসভা ভোটের আগেও শাসক দলের হয়ে নন্দীগ্রামে গিয়ে মিছিল করে শক্তি প্রদর্শন করেছিলেন মদন মিত্র। সেখানে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিিন। এবার বিজেপির নবান্ন অভিযান নিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র িনশানা করেছেন তিিন।

কী বলেছেন মদন মিত্র

টিএমসির দুই নেতা সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রতিক কােল বিস্ফোরক হতে দেখা গিয়েছে। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন মদন মিত্রও। িতনি সরাসরি রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করেছেন। তিিন তীব্র আক্রমণ করে বলেছেন,যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।

ডোন্ট টাচ মাই বডি

বিজেপির নবান্ন অভিযােনর দিন শুরুতেই শুভেন্দু অধিকারীকে আটক করে িনয়ে যাওয়া হয়েছিল লালবাজারে। তার পর সাঁতরাগাছিতে এক প্রকার তাণ্ডব চািলয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীকে আটক করে নিয়ে যাওয়ার সময় মহিলা পুলিশকর্মীদের উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেছিলেন ডোন্ট টাচ মাই বডি। তাই নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। মহিলা পুলিশ কর্মীদের ব্যবহার করে শ্লীলতাহািনর ধারায় মামলা করার ছক কষেছিল পুলিশ এমনই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাল্টা টিএমসির পক্ষ থেকে দাবি করা হয়েছিল মহিলা পুলিশকর্মীকে অপমান করা হচ্ছে।

তোলপাড় বিধানসভা

নবান্ন অভিযানের পরের দিন রাজ্য বিধানসভা উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিজেপির পক্ষ থেকে মূলতুবি প্রস্তাব আনা হয়। স্পিকার সেটা খারিজ করে দিলে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। তার পাল্টা টিএমসির পক্ষ থেকে ডোন্ট টাচ মাই বডি স্লোগান িলখে বিক্ষোভ দেখাতে শুরু করে টিএমসি কর্মী সমর্থকরা।

সুকান্ত-দিলীপ-শুভেন্দুদের মান-অভিমান ঘোচাতে টোটকা, সমন্বয়ের মন্ত্র বনসলেরসুকান্ত-দিলীপ-শুভেন্দুদের মান-অভিমান ঘোচাতে টোটকা, সমন্বয়ের মন্ত্র বনসলের

More MADAN MITRA News  

Read more about:
English summary
Madan Mitra attack Suvendu Adhikari
Story first published: Sunday, September 18, 2022, 15:48 [IST]