রোহিতের বিরাট ইঙ্গিতে চাপ বাড়ল রাহুলের? কোহলিকে কোন ভূমিকায় চাইছেন ভারত অধিনায়ক?

রোহিত শর্মার ভারত আজ থেকে মোহালিতে অনুশীলন শুরু করে দিল। করোনা আক্রান্ত হওয়ায় এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। পরিবর্ত হিসেবে ডাক পেয়েছেন উমেশ যাদব। মঙ্গলবার তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিক। তার আগে রোহিত শর্মা যে ইঙ্গিত দিলেন তা সহ অধিনায়ক লোকেশ রাহুলের উপর চাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট।

বিরাটকে নিয়ে রোহিত

বিরাট কোহলি এশিয়া কাপে ছন্দ ফিরে পেয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন। এটি তাঁর টি ২০ আন্তর্জাতিকে প্রথম তথা টি ২০ কেরিয়ারে ষষ্ঠ শতরান। বিরাট এই শতরানটিও পেয়েছেন ওপেনার হিসেবেই। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করা বিরাটকে এই পজিশনে খেলানোর বিকল্পও খোলা রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট। রোহিত বলেন, সব সময় যত বিকল্প থাকবে ততই ভালো। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ফ্লেক্সিবিলিটি জরুরি। যে কোনও পজিশনে খেলার জন্য দলের ব্যাটাররা প্রস্তুত থাকবেন সেটাই প্রত্যাশিত। ফলে যখন কোনও নতুন কিছু করা হয় বা পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাতে অসুবিধা হয় না। বিরাট কোহলি আমাদের তৃতীয় ওপেনার এবং কয়েকটি ম্যাচে ওপেনও করবেন।

ওপেনিংয়ের বিকল্প

রোহিতের কথায়, আমরা সব সময়ই প্লেয়ারদের কোয়ালিটির বিষয়ে সচেতন থাকি। বিরাট কোহলি যে ওপেন করতে পারেন সেটাও আমাদের মাথায় থাকছে। আমাদের দলে কোনও তৃতীয় ওপেনার নেই। আইপিএলে তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে থাকেন এবং সেই পজিশনে ভালোই খেলেন। ফলে নিশ্চিতভাবেই বিরাট কোহলি ওপেনার হিসেবে আমাদের দলের এক বিকল্প। এশিয়া কাপের শেষ ম্যাচে যেভাবে আমরা খেলেছি তাতে সকলেই খুশি। উল্লেখ্য, ওই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল, তিনি হাফ সেঞ্চুরিও করেন। রোহিত বলেছেন, বিশ্বকাপে রাহুল ওপেন করবেন। ওই পজিশন নিয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছি না। অনেক রাহুলের ভালো পারফরম্যান্সও নজর এড়িয়ে যায়।

রাহুলের প্রশংসা

টি ২০ বিশ্বকাপের দলে তাঁর ডেপুটি রাহুলের প্রশংসা করে রোহিত বলেন, রাহুল টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখেই পরিকল্পনা করে থাকি। কোনও দ্বিধা থাকে না কারও মধ্যেই। আমরা জানি রাহুল দলের প্রতি কতটা অবদান রেখে কী ভূমিকা পালন করতে পারেন। তিনিও একজন কোয়ালিটি প্লেয়ার। টপ অর্ডারে তাঁর উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শামির জায়গায় উমেশ

মহম্মদ শামি করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে ডাক পেয়েছেন উমেশ যাদব। রোহিত বলেন, জোরে বোলারদের মধ্যে আমাদের যে বিকল্পগুলি রয়েছে তাতে প্রসিদ্ধ কৃষ্ণর চোট। মহম্মদ সিরাজ কাউন্টি খেলতে গিয়েছেন। একটা বা দুটো ম্যাচের জন্য তাঁকে বিমান ধরে দেশে ফিরতে হোক সেটা আমরা চাইনি। সেটা ঠিকও নয়। নিশ্চিতভাবেই যেটা হয়েছে শামির জন্য তা দুর্ভাগ্যজনক। এশিয়া কাপের সময় থেকেই আবেশ খান অসুস্থ। পুরোপুরি সুস্থ বা ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগবে। সবদিক চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উমেশ, শামি দীর্ঘদিন ধরে বোলিং করছেন। ফলে যে কোনও ফরম্যাটে মানিয়ে নিতে তাঁদের অসুবিধা হবে না। তাঁদের দক্ষতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। নতুন ক্রিকেটারদের ক্ষেত্রে চিন্তা করতে হয় কে কোন ফরম্যাটে খেলার উপযুক্ত। কিন্তু শামি ও উমেশরা ফিট থাকলে তাঁদের ডেকে নিলে কোনও চিন্তা করতে হয় না, তাঁদের ফর্ম নিয়ে ভাবতে হয় না। আমরা গত আইপিএলেও দেখেছি কীভাবে উমেশ বোলিং করেছেন।

নিশ্চিন্ত হিটম্যান

উমেশের সুযোগ পাওয়া প্রসঙ্গে রোহিত আরও বলেন, উমেশ ভালো বোলিং করছেন। তিনি জোরে বলের সঙ্গে স্যুইং করাতে পারেন। সেটাও আমাদের ভাবনায় রয়েছে। ফলে বিকল্প চূড়ান্ত করতে বেশি আলোচনা করতে হয়নি। বিশ্বকাপ চলে এসেছে। আমরা অনেক ক্রিকেটারকেই দেখে নিয়েছি। কীভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা নিয়েই আমরা এগিয়ে চলেছি।

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
Rohit Sharma Gives Hint That Virat Kohli Might Open For India In The T20Is Including World Cup. King Kohli Has Scored First Ever T20I Century As An Opener Against Afghanistan In Asia Cup.
Story first published: Sunday, September 18, 2022, 15:33 [IST]