কী বললেন অরবিন্দ কেজরিওয়াল
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হীরেন যোশি বেশ কয়েকটি টিভি চ্যানেলের মালিককে আপের গুজরাত নির্বাচনের প্রচারের বিষয়ে সতর্ক করেছেন। যাতে আপের গুজরাত নির্বাচনের প্রচারের কভারেজ না দেখানো হয়, সেই বিষয়ে টেলিভিশন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে গুজরাত নির্বাচনে মোদী ও বিজেপি আপকে কতটা ভয় পেয়েছে।
‘প্রধানমন্ত্রীর মুখ দেখানোর জায়গা থাকবে না’
প্রধানমন্ত্রীর দফতর বা হীরেন যোশী এই অভিযোগের তাৎক্ষণিকভাবে কেজরিওয়ালের বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেখাননি। আপ সুপ্রিমো বলেন, বিভিন্ন টেলিশন সংস্থার মালিক যদি হীরেন যোশির নির্দেশের মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টা দেশের মানুষের কাছে মুখ দেখানোর জায়গা পাবেন না। তিনি বলেন, আপ গুজরাতে সরকার গঠন করতে চলেছে।
প্রধানমন্ত্রীর ‘ফ্রিবিজ’ মন্তব্যের বিরোধিতা
অরবিন্দ কেজরিওয়ালের ফ্রিবিজ বা বিনমূল্যে পরিষেবা দেওয়ার তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, বিনামূল্যে পরিষেবা দেওয়া হলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। এই বিষয়ে কেজরিওয়াল মন্তব্য করেন, 'শুধুমাত্র একজন অসৎ, দুর্নীতিবাজ ও বিশ্বাসঘাতক বলবেন ফ্রিবিজ ভালো নয়। যদি কোনও রাজনীতিবিদ বলেন, দেশের জন্য ফ্রিবিজ ভালো নয়, সেক্ষেত্রে তাঁর উদ্দেশ্য মোটেই ভালো নয়।' এর আগে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ফ্রিবিজ বা বিনামূল্যে পরিষেবা আদতে কল্যাণমূলক প্রকল্প। সেখানে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে সাহায্য করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রিবিজ নিয়ে মন্তব্যের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে আপ। ডিএমকেও আদালতের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
আপ সরকারের পতনের চেষ্টা
গুজরাত নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও আপের মধ্যে সংঘাত বাড়তে শুরু করেছে। আপের তরফে অভিযোগ করা হয়েছে, দিল্লিতে সরকার পতনের চেষ্টা করছে বিজেপি। আপ বিধায়কদের কোটি কোটি টাকার বিনিময়ে কেনার চেষ্টা করছে বিজেপি। আপের তরফে অভিযোগ করা হয়েছে, গুজরাত নির্বাচনে আপকে ভয় পেয়েছে। সেই কারণে দিল্লির আবগারি দফতরে নয়া নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে। ব্যাঙ্কের লকারে তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছু খুঁজে পায়নি।