ঝুলন গোস্বামী সমস্যায় ফেলেছিলেন রোহিত শর্মাকে! অবসরের আগে ইংল্যান্ডে দুরন্ত গতিতে চাকদহ এক্সপ্রেস

ঝুলন গোস্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেই অবসর নেবেন। আজ থেকে শুরু হলো সেই সিরিজ। প্রথম ম্যাচেই ভারতীয় বোলারদের মধ্যে সেরা ইকনমি চাকদহ এক্সপ্রেসের। প্রাক্তন ভারত অধিনায়ক পেলেন একটি উইকেটও। এদিকে, ঝুলনের বোলিং সামলানোর অভিজ্ঞতা মোহালিতে সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিলেন রোহিত শর্মা।

ঝুলনের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে আজ রোহিত সাংবাদিক বৈঠক করেন। তাতেই উঠে আসে ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজের প্রসঙ্গ। রোহিত বলেন, আমি যখন চোট সারাতে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ছিলাম তখন ঝুলনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তখন এনসিএতে ছিলেন, আমাকে বোলিংও করেছেন। তাঁর ইনস্যুইং সামলানো আমার কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। কথাবার্তা চলাকালীন তিনি আমার কাছে কিছু বিষয় জানতে চেয়েছিলেন। আমি সেইমতো তাঁকে বলেছি।

আবেগে মুগ্ধ

রোহিতের কথায়, যখনই আমি তাঁর খেলা দেখেছি, লক্ষ্য করেছি দেশের হয়ে তিনি কতটা আবেগ দিয়ে খেলেন। তঁর বয়স সম্পর্কে আমার ধারণা নেই। কিন্তু এখনও ভালোভাবে দৌড়ে এসে প্রতিপক্ষকে ধরাশায়ী করার ক্ষমতা রাখেন। এটা বিশাল ব্যাপার। এতেই তাঁর আবেগ সম্পর্কে ধারণা করা যায়। কোনও প্রজন্মে এমন ক্রিকেটার একজনই হয় বলেও মন্তব্য করেছেন হিটম্যান।

দুরন্ত চাকদহ এক্সপ্রেস

রোহিতের কথাকে এদিনই অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন ঝুলন। আজ হোভে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। ভারতীয় বোলাররা প্রতিপক্ষকে শুরু থেকেই চেপে ধরেন ঝুলনের নেতৃত্বে। অ্যামি জোন্সের নেতৃত্বাধীন ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২২৭ রান তুলেছে। সাতে নামা অ্যালিস ডেভিডসন-রিচার্ডস ৬১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। ড্যানি ওয়েট করেন ৪৩ রান।

বিদায়ী সিরিজে অনবদ্য

ঝুলন ১০ ওভার বল করেছেন, ২টি মেডেন, ২০ রানের বিনিময়ে নিয়েছেন ওপেনার ট্যামি বিউমন্টের উইকেটটি। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ইকনমি ঝুলনেরই। দীপ্তি শর্মা নেন ২টি উইকেট। মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানা ও হারলিন দেওল একটি করে উইকেট দখল করেন। ভারতের মহিলা দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে পরাস্ত হয়েছে। তবে ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজ হরমনপ্রীতরা জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চাইবেন। গত মার্চে বিশ্বকাপের পর এদিনই প্রথম দেশের হয়ে খেলতে নামলেন মহিলা একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারী ঝুলন। ২০৩তম ম্যাচে ১টি উইকেট পাওয়ায় তাঁর উইকেটসংখ্যা বেড়ে হলো ২৫৩।

More JHULAN GOSWAMI News  

Read more about:
English summary
Jhulan Goswami Starts Her Last Last ODI Series With Brilliant Figure Against England Women. Rohit Sharma Says Goswami's In-swingers Challenged Him At NCA.
Story first published: Sunday, September 18, 2022, 19:37 [IST]