জনপ্রিয় হয়ে উঠছেন রাঘব চাড্ডা
আপ সাংসদ রাঘব চড্ডা ক্রমেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। দিল্লির বিধানসভা নির্বাচনের পাশাপাশি পঞ্জাব বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন রাঘব চাড্ডা চলতি বছরের শেষের দিকে গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে। গুজরাত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গত কয়েক মাস দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে একাধিক সফর করেছেন। জনসভা করেছেন। গুজরাতে তিনি দিল্লি ও পঞ্জাবের মতো বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি জল ও বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। আপ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। কেজরিওয়াল আপ গ্রাম প্রধানদের নির্দিষ্ট বেতনেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
পঞ্জাব নির্বাচনের প্রভাব
বিজেপি গত তিন দশক ধরে গুজরাতে শাসন করছে। তবে আপ গুজরাতে প্রধান বিরোধী হিসেবে নিজেদের তুলে ধরছে। গুজরাতে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস রয়েছে। তবে গুজরাতে ক্রমেই ক্ষমতা হারাচ্ছে কংগ্রেস। আপ কাকে মুখ করে গুজরাত বিধানসভায় লড়াই করবেন তা এখনও প্রকাশ করেননি। তবে গুজরাত নির্বাচনের দায়িত্বে আপ রাঘব চাড্ডার ওপরেই ভরসা করছে। পঞ্জাব নির্বাচনে ব্যাপক ফলের পর আপের পাশাপাশি রাঘব চাড্ডার আত্মবিশ্বাসের পারদ যে ঊর্ধ্বগামী তা আর বলার অপেক্ষা রাখে না।
গুজরাতে এখনও বিরোধী দল কংগ্রেস
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে আত্মপ্রকাশ করেছিল আপ। কিন্তু ওই নির্বাচনে আপ একটি আসনও জিততে পারেনি। ২০১৭ সালে গুজরাতে ১৮২টি আসনের মধ্যে বিজেপির সঙ্গে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ৭৭টি আসন জয় করে কংগ্রেস বিজেপির রক্তচাপ বাড়িয়েছিল। তবে ৯৯টি আসনে জয় পেয়ে বিজেপি সরকার গঠন করেছিল।
গুজরাত নির্বাচনে আপের কৌশল
পঞ্জাব নির্বাচনের মতো গুজরাতেও আপ এখনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। যদিও পঞ্জাব নির্বাচনের ঠিক আগে কংগ্রেসের চাপে পড়ে আপ মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ভগবন্ত মানের নাম ঘোষণা করেছিল। পঞ্জাবে আপ কর্মীদের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ ভগবন্ত মানকে পছন্দ করতে শুরু করেছিল। একটি সমীক্ষায় ফলাফল প্রকাশের পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে আপ ভগবন্তের নাম ঘোষণা করে।
রাজ্যের একাংশ বিজেপির ওপর বিরক্ত
৩০ বছর বিজেপি গুজরাত শাসন করলেও রাজ্যের একাংশের মনে গেরুয়া শিবিরের মনে অসন্তোষ তৈরি হয়েছে। এমনটাই দাবি করেছে আপের গুজরাত শাখা। আপের গুজরাত শাখার তরফে জানানো হয়েছে, রাজ্যের একাংশ বর্তমানে বিজেপি শাসন চায় না। অন্যদিকে, গেরুয়া শিবিরের বিকল্প হিসেবে রাজ্যে কংগ্রেসকেও পছন্দ করছে না। এই ভোট আপের পক্ষেই যাবে বলে তারা মনে করছে।