বৃহস্পতিবার আমেরিকায় একটি অনুষ্ঠানে জাপানি স্টার্টআপ AERWINS Technologies উড়ন্ত বাইক আত্মপ্রকাশ করেছে। অনেকেই এই উড়ন্ত বাইকটির সঙ্গে স্টার ওয়ারসের বাইকের তুলনা করেছেন। জাপানি সংস্থা AERWINS Technologies উড়ন্ত বাইককে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাপানি সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বছর এই উড়ন্ত বাইকটিকে বাজারে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাপানি স্টার্টআপ AERWINS Technologies তরফে জানানো হয়েছে বাইকটির এখনও প্রযুক্তিগত বেশ কিছু কাজ বাকি রয়েছে। সংস্থার তরফে এই বাইকটির নাম দেওয়া হয়েছে XTURISMO। এই উড়ন্ত বাইকটি প্রতি ৪০ মিনিটে ১০০ কিমি পর্যন্ত যেতে পারে। সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। বাইকটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। কিন্তু তারপরেও বাইকটির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।
AERWINS এর প্রতিষ্ঠাতা তথা কার্যনির্বাহী আধিকারিক Shuhei Komatsu জানিয়েছেন, ২০২৩ সালের মধ্যে আমেরিকায় এই উড়ন্ত বাইকের একটি ছোট সংস্করণ বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এই বাইকটির মূল্য ভারতীয় মুদ্রায় ছয় কোটি টাকার আশেপাশে নির্ধারণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ছোট সংস্করণের মূল্য কমিয়ে ৫০ হাজার মার্কিন ডলারে নিয়ে আসা হয়েছে। তবে এই উড়ন্ত বাইক তৈরির জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, যে প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বেশিরভাগটাই ছোট সংস্করণে থাকবে না। এই উড়ন্ত বাইকটি তৈরি করতে আরও দুই থেকে তিন বছর সময় লাগবে। সম্পূর্ণভাবে তৈরি করার পর উড়ন্ত বাইকটিকে বাজারে আনতে ২০২৫ সাল হয়ে যাবে বলে জাপানি সংস্থাটির কর্ণধার মনে করছেন।
ডেট্রয়েট অটো শোতে প্রথমবারের জন্য উড়ন্ত বাইকের প্রদর্শনী করা হয়। সেখানে উড়ন্ত বাইকটিকে পরীক্ষামূলকভাবে চালানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ডেট্রয়েট অটো শো-এর সভাপতি থাড সজোড জানিয়েছেন, 'এই উড়ন্ত বাইকটির চালানোর অভিজ্ঞতা অসাধারণ ছিল। এই বাইকটি চালাতে কোনও অসুবিধা হয়নি। বলা যেতে পারে, উড়ন্ত বাইকটির চালানোর অভিজ্ঞতা বেশ আরাম-দায়ক ছিল।' তিনি মন্তব্য করেছেন, 'চালানোর সময় মনে হচ্ছিল, এই উড়ন্ত বাইকটি সাইন্স ফিকশনের কোনও সিনেমা থেকে হঠাৎ করে বাস্তবের মাটিতে চলে এসেছে।'
উড়ন্ত বাইক চালানোর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সজোড আবেগ প্লাবিত হয়ে পড়েন। তিনি মন্তব্য করেন, 'বাইক চালানোর সময় নিজেকে কিশোর মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমার বয়স ১৫ বছরের বেশি নয়। আমি সবেমাত্র স্টার ওয়ারস থেকে বেরিয়ে এসেছি। আর আমি উড়ন্ত বাইকে লাফ দিয়েছি।' বিশ্বের প্রথম উড়ন্ত বাইক চালাতে আমার কোনও অসুবিধা হয়নি বলেই তিনি মন্তব্য করেছেন।