তীব্রগতিতে ধেয়ে আসছে টাইফুন নানমাডোল, তারই মাঝে তীব্র ভূমিকম্প, জাপানে জারি সুনামি সতর্কতা

জাপানে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। স্থানীয় সময় দুপুর ২টো ৪৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ামের দক্ষিণপূর্ব উপকূলে অনুভূত হয়েছে ভূমিকম্প। তার জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আবার জাপানের উপুকূলে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন নানমাডোল। তার জন্যেও অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ৩০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভয়াবহ ভূমিকম্প জাপানে

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। তাইওয়ানের দক্ষিণপূর্ব উপকূলে ছিল কম্পনের উৎস্যস্থল। রবিবার স্থানীয় সময় দুপুর ২টো ৪৪মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় জাপানের তাইটুং শহরে। বহুতলগুলি রীতিমত দুলে ওঠে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। জাপান ভূমিকম্প প্রবণ এলাকা। সেকারণে এখানে সব কিছুই বিশেষ ভাবে তৈরি করা হয়ে থাকে। কিন্তু তার পরেও বিপদ থেকে যায়। এখনও কোনও বড় হতাহতের খবর পাওয়া যায়নি।

জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.২। তারপরেই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে এই আশঙ্কায় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তাঁদের িনরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সাধারণ তীব্র কম্পনের পর সমুদ্রেও কম্পনের আশঙ্কা দেখা দেয়। সেকারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। আতঙ্কে রয়েছেন তাইওয়ােনর বাসিন্দারাও।

ধেয়ে আসছে টাইফুন

এরই মাঝে আবার শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে জাপানের দিকে। জাপানের আবহাওয়া দফতর তার জন্য বিরল সতর্কতা জারি করেছে। জাপানর কাগোসিমা প্রদেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কারণ এই প্রদেশেই আছড়ে পড়তে পারে শক্তিশালী টাইফুন নানমাডোল। জাপানের দক্ষিণপূর্ব উপকূলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই টাইফুনের। তীব্র গতিতে আছড়ে পড়বে ঝড় তার সঙ্গে চলবে প্রবল বর্ষণ। বহুতলগুিল খালি করা িনর্দেশিকা জারি করেছে জাপানের আবহাওয়া দফতর।

৩০ লক্ষ মানুষকে সরানো হয়েছে

একদিকে শক্তিশালী টাইফুন আরেকদিকে সুনামি সতর্কতা। দুইয়ের জেরে আতঙ্কে প্রহর গুণছে জাপানবাসী। ৩০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরকে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে দমকলও। ইতিমধ্যেই দক্ষিণপূর্ব উপকূলের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে বর্ষণ। কাজেই পরিস্থিতি আরও ভয়াবহ হবে প্রহর গুণছেন দেশবাসী।

More JAPAN News  

Read more about:
English summary
Massive earth quake hits Japan