এআইএফএফের এগজিকিউটিভ কমিটির বৈঠক কাল হবে কলকাতায়। তার আগে আজ হয়ে গেল আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটির বৈঠক। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সেইমতো সুপারিশ যাবে ফেডারেশনের কর্মসমিতির কাছে। যার মধ্যে অন্যতম ভারতীয় পুরুষ ফুটবল দলের হেড কোচের মেয়াদবৃদ্ধি।
ফেডারেশনের টেকনিক্যাল কমিটি এআইএফএফকে সুপারিশ করছে যাতে স্টিমাচকে ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপ অবধি হেড কোচের পদে রেখে দেওয়া হয়। এদিনের বৈঠকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বিজয়ন ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান মনোরঞ্জন ভট্টাচার্য, ক্লাইম্যাক্স লরেন্স, হরজিন্দর সিং, অরুণ মালহোত্রা, ইউজেনেসন লিংডো এবং পিঙ্কি বোম্পাল মগর।
এ ছাড়াও যে গুরুত্বপূর্ণ সুপারিশ টেকনিক্যাল কমিটি ফেডারেশনের কাছে করছে তা হলো, আই লিগে আর অংশ নেবে না ইন্ডিয়ান অ্যারোজ দল। এএফসি লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনের জটিলতা এড়াতেই এই পদক্ষেপ। ইন্ডিয়ান অ্যারোজ দলের পিছনে যে অর্থ খরচ করা হতো তা এবার ব্যয় করা হবে এলিট ইউথ লিগ আয়োজনে।