ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামার আগে কতটা তৈরি অস্ট্রেলিয়া, একাধিক বিষয়ে মুখ খুললেন নাইট তারকা

আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলেছে এ বারের বিশ্বকাপ। আয়োজককারী দেশ অস্ট্রেলিয়া গত সংস্করণের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেতাব ধরে রাখার লক্ষ্যে মরিয়া হয়েই নামবে। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রতিটা দল। অস্ট্রেলিয়াও শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে ভারত সফরে এসেছে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য।

মোহালিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নামার আগে অস্ট্রেলিয়ার হয়ে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন করেন প্যাট কামিন্স। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দলের প্রস্তুতি, টিম লাইনআপে টিম ডেভিডের অন্তর্ভুক্তি এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চের ফর্মের বিষয়ে উত্তর দিয়েছেন তিনি।

টিম ডেভিড অস্ট্রেলিয়ার এক্স-ফ্যাক্টর:

টিম ডেভিডের সুযোগ পাওয়া প্রসঙ্গে প্যাট কামিন্স বলেছেন, "ডেভিড সুযোগ পেয়েছে দেখে ভাল লাগছে। টি-২০ ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাটিং করাটা সত্যিই কঠিন। ওই জায়গায় স্পিন বোলারদের বিরুদ্ধে ধারাবাহিক ভাল করে আসাটা বড় বিষয়। বিশ্বের সেরাদের সঙ্গে এই জায়গায় (মিডল অর্ডারে) রয়েছে ও। আপনি দেখবেন বেশি রান টি-২০ ক্রিকেটে যারা পায় তারা নয় ওপেন করে বা টপ অর্ডারে ব্যাটিং করে। আমি মনে করি ও আমাদের এক্স ফ্যাক্টার হতে পারে।"

বিশ্রামের কোনও পরিকল্পনা নেই:

বিশ্বকাপের আগে ভারত ছাড়াও ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য অন্যান্য ক্রিকেটার বিশ্রাম নিলেও তাঁর সেই রকম কোনও পরিকল্পনা নেই জানিয়েছেন কামিন্স। তিনি বলেছেন, "এই মুহূর্তে কোনও পরিকল্পনা করা নেই। আমি খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি মনে, বিশ্বকাপের আগে সেরা ছন্দে পৌঁছনো দরকার, এটাই বাস্তব। আমি নিশ্চিত আমরা ঠিক ব্যালেন্স খুঁজে পাব বিশ্বকাপের আগে, আমরা তৈরি তবে কখনওই অতিরিক্ত খেলার ধকল নিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেব না।"

অ্যারন ফিঞ্চ সম্পর্কে কামিন্স:

বেশ কিছু ম্যাচে ফর্মে নেই অস্ট্রেলিয়া টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিছু দিন আগে ওডিআই দল থেকে একদিনের ক্রিকেট থেকে অবসরের কথাও ঘোষণা করেন ফিঞ্চ। তবে, টি-২০ ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাওয়ার কথা তখনই জানিয়েছেন। ফিঞ্চের ফর্মের বিষয়ে কামিন্স বলেছেন, "ভাল মুডেই রয়েছে অ্যারন ফিঞ্চ। কিছু কথাও হয়েছে ওর সঙ্গ। ফিঞ্চ জানিয়েছে যে ও ঠিকঠাক আসে। ওডিআই ক্রিকেটের ক্ষেত্রেও ও জানতো এটাই ওর জন্য ঠিক সময়। ওকে দারুণ দেখাচ্ছে। মাত্র ১২ মাস আগে আমাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিঞ্চ আগের যেমনটা ছিল তেমনই।"

ভারতের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে:

এই সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেছেন, "আমার মনে হয় অস্ট্রেলিয়ার তুলনায় ভারতের ভিন্ন পেসে খেলা হয় এবং সাধারণ বাউন্ডারিও ছোট থাকে। আমার মনে হয় এইগুলোর সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নেওয়াটা দরকার। কিছু দিন থাকবে যেখানে উইকেট স্লথ হবে, এর পর কাটার এবং এই ধরনের বিষয়গুলো বোলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে, ভারতে অনেকেই প্রচুর খেলেছে এবং তারা বিষয়টা জানে। এই ফরম্যাটে সব সময় তৈরি থাকতে হবে, কোনও দিন পরিকল্পনা কাজে না এলে তা ঝেড়ে ফেলে আবার পরের দিনের দিকে নজর দিতে হবে।"

More INDIA VS AUSTRALIA News  

Read more about:
English summary
Put Cummins put some light on Australia's preparation before the first T20I against India. Cummins also said recently recently retired from ODI cricket skipper Aaron Finch is also in good space.
Story first published: Sunday, September 18, 2022, 16:24 [IST]