|
বিরাট উন্মাদনা
বিরাট কোহলি চণ্ডীগড়ে পা রাখতেই তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুইটার হ্যান্ডলে কোহলির আগমন-মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে। আবহ সঙ্গীতে পাঞ্জাবের জনপ্রিয় গান। পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টি ২০ আন্তর্জাতিকে কোহলিই সর্বাধিক রানের মালিক। দুটি ম্যাচ খেলেছেন। ম্য়ান অব দ্য ম্যাচ হয়েছেন দুটিতে। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে সুপার টেনের ম্যাচে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার জন্য ভারতের দরকার ছিল ১৬১ রান। ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ১৯.১ ওভারে। বিরাট তিনে নেমে ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ভারতের জয় এসেছিল ৬ উইকেটে।
|
পয়া মোহালি
মোহালিতে শেষ টি ২০ আন্তর্জাতিকটি হয়েছে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর। কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টার্গেট ছিল ১৫০ রান। ভারত ৭ উইকেটে ম্যাচ জেতে ১৯.১ ওভারেই। কোহলি তিনে ব্যাট করতে নেমেছিলেন। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৫২ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। এবারই প্রথম মোহালিতে বিরাট দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলবেন অন্য কোনও অধিনায়কের নেতৃত্বে। বিরাট ছাড়া আর কেউ মোহালিতে ১০০-র বেশি রান করতে পারেননি।
|
নেটে চেনা ছন্দে
বিরাট কোহলি আজ নেটে বেশ কিছুক্ষণ সময় কাটালেন চেনা মেজাজেই। ব্যাটিং প্র্যাকটিসের ছবি তিনি ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন। রানের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর কিং কোহলি। ভারতের অনুশীলন দেখে স্পষ্ট, প্রথম ম্যাচে রোহিত শর্মা ও লোকেশ রাহুলই ওপেন করবেন। দুজনে আগ্রাসী মেজাজেই ব্যাট করেছেন। বিরাটকে সতীর্থদের সঙ্গেও দেখা গিয়েছে ফুরফুরে মেজাজেই। ভারতের অনুশীলনে এদিনই যোগ দিয়েছেন মহম্মদ শামির পরিবর্ত উমেশ যাদব।
নতুন হেয়ার স্টাইল
বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজ খেলতে নামার আগে বদল এনেছেন তাঁর হেয়ার স্টাইলে। হেয়ার স্টাইলিস্ট রশিদ সলমানি তাঁর সোশ্যাল মিডিয়ায় আগেই কিং কোহলির নিউ লুকের ছবি শেয়ার করেছিলেন। বিমানবন্দর থেকে অনুশীলন, সব জায়গাতেই বিরাটের নতুন হেয়ার স্টাইলের দিকে ছিল ভক্তদের নজর।
|
ডান্স ডান্স
ভারতের সাফল্যের অন্যতম বড় ভরসা হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি নিজেদের হাল্কা মেজাজে থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন ভক্তদের। হার্দিকের শেয়ার করে ভিডিওয় দেখা গিয়েছে তিনি কোহলির সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন। তাঁদের ডান্স মুভও ক্রিকেটপ্রেমীদের বাড়তি পাওনা।