অমিত শাহের সঙ্গে বৈঠকে গরু-কয়লা পাচার ইস্যুতে সরব হবেন মমতা? জোর জল্পনা

গরু এবং কয়লা পাচার নিয়ে কার্যত উত্তাল বাংলা! আর এই মামলায় একাধিকবার কেন্দ্র -রাজ্য সংঘাতের সাক্ষী থেকেছে বাংলা। শাসকদলের দাবি, সীমান্তরক্ষা করে বিএসএফ। যা কিনা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। ফলে এই দায়িত্ব কেন্দ্রের বলে দাবি তৃণমূলের। পালটা শাসকদলের নেতৃত্বের একের পর এক অভিযোগ বিজেপির।

আর এই রাজনৈতিক তরজার মধ্যেই সম্ভবত বাংলাতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর। তবে কি নিয়ে দুজনের কথা হয় তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে যখম কয়লা, গরু পাচার নিয়ে সিবিআই-ইডির তদন্তে উত্তাল বাংলা। সেই সময় শাহ-মমতার সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ।

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে থাকে। এবার তা আগামী পাঁচ নভেম্বর হতে চলেছে। আর সেই বৈঠকে যোগ দিতেই মূলত অমিত শাহের বাংলা সফর বলে জানা যাচ্ছে। আর সেই বৈঠকেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন বলেও জানা যাচ্ছে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বেই এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি অমিত শাহকে হতেই হবে।

কেন এই বৈঠক?

এর আগে রাজনাথ সিংয়ের নেতৃত্বে নবান্নে এমন বৈঠক হয়েছিল। মূলত পূর্ব ভারতের পাঁচ রাজ্যের নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখতেই এমন বৈঠক হয়। এছাড়াও এমন বৈঠকে আন্তঃরাজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এছাড়াও সীমান্ত সংলগ্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিস্তারিত ভাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। আর এই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচার নিয়ে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আলাদা ভাবে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন কিনা তা স্পষ্ট নয়।

মুখ্যমন্ত্রীর সরব হওয়ার জোর সম্ভাবনা।

বলে রাখা প্রয়োজন, গরু এবং কয়লা পাচার মামলাতে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জেরা করেছে সিবিআই। গ্রেফতার হয়েছে অনুব্রত। আর এই ইস্যুতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্য থেকে গরু আসছে আর তা বাংলা হয়ে পাচার হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। এই ইস্যুতে বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ। ফলে অমিত শাহকে কাছে পেয়ে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর সরব হওয়ার জোর সম্ভাবনা।

More COW News  

Read more about:
English summary
Mamata banerjee may discuss cattle smuggling issue with amit shah in nabanna