আইপিএলে চালু হতে পারে নয়া নিয়ম! সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে পরীক্ষা 'ইমপ্যাক্ট প্লেয়ার'-এর

আইপিএলে এবার থেকে নয়া নিয়ম চালুর ভাবনা বিসিসিআইয়ের। যার প্রাথমিক ধাপ সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে থাকছে ইমপ্যাক্ট প্লেয়ার। বিষয়টি ক্লিক করলে তা আগামী আইপিএলেও থাকবে বলে বোর্ডসূত্রে খবর। ফুটবল, রাগবি, বাস্কেটবল ও বেসবলে এই পদ্ধতি রয়েছে। সুপার সাব রাখার ট্যাকটিক্যাল এই পরিবর্তনকে টি ২০ ক্রিকেটে বলা হচ্ছে 'ইমপ্যাক্ট প্লেয়ার'।

ইমপ্যাক্ট প্লেয়ার

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, এই নিয়মে টসের সময় প্রথম একাদশের পাশাপাশি চূড়ান্ত করতে হবে চারজন পরিবর্ত ক্রিকেটারকেও। এই চারজনের মধ্যে একজনকেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় নামানো যাবে। কোনও ইনিংসে ১৪ ওভার খেলা হওয়ার আগে যে কোনও সময় মাঠে নামানো যাবে ইমপ্যাক্ট প্লেয়ারকে। তবে যাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামবেন ওই ক্রিকেটার আর বাকি ম্যাচে অংশ নিতে পারবেন না। এই ট্যাকটিক্যাল পরিবর্তন কোনও দলকে স্ট্র্যাটেজিগতভাবেও নয়া দিশা দেখাবে বলে মনে করছে বিসিসিআই।

সুপার সাব অন্য রূপে

আইসিসি ২০০৫ সালে একদিনের আন্তর্জাতিকে পরীক্ষামূলকভাবে সুপার সাব চালু করেছিল। তবে বছরখানেক চলার পর তা তুলে দেওয়া হয়। সেই অভিজ্ঞতা মাথায় রেখে বিসিসিআই পা ফেলছে সতর্কভাবেই। প্রথমে এই নিয়ম চালু করা হবে ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে। তারপর তা আইপিএলে চালুর পরিকল্পনা রয়েছে। অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে এই নিয়ম থাকলেও টি ২০ ক্রিকেটে তা অন্য দিশা দেখাতে পারে বলে জানা যাচ্ছে।

নিয়ম কী?

বিসিসিআই সূত্রে খবর, ইমপ্যাক্ট প্লেয়ার কোনও ওভারের শেষে নামাতে হলে ওই ওভার চলাকালীন সে ব্যাপারে মাঠের আম্পায়ার বা চতুর্থ আম্পায়ারকে তা জানাবেন দলের অধিনায়ক বা হেড কোচ। যদি কোনও ক্রিকেটার ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান রিটায়ার্ড হার্ট হিসেবে, তখন ওই ওভারের শেষে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে, তিনি নেমে ব্য়াট করতে পারবেন। তবে ১১ জনই ব্যাট করতে পারবেন, তার বেশি নয়। কোনও ইনিংস শেষের পরও কোনও দল ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে পারে। ধরা যাক, ব্যাটিং নিয়ে সন্তুষ্ট রইল কোনও দল। কিন্তু বোলিং করার ক্ষেত্রে কাউকে নামালে তিনি অন্য কারও থেকে কার্যকরী হবেন। সেক্ষেত্রে প্রতিপক্ষ ইনিংসের শুরুতেও কোনও বোলারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো যাবে। তবে বৃষ্টি বা অন্য কোনও কারণে যদি খেলা ১০ ওভারের নীচে হয়, সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার রাখা যাবে না। কোনও খেলা ২০ ওভারের কম হলে ওভার সংখ্যার উপর নির্ভর করবে ইমপ্যাক্ট প্লেয়ারের বিষয়টি। ধরা যাক, কোনও খেলা শুরুর পর তার ওভার কমে ১০-এর নীচে নেমে গেল। সেক্ষেত্রে কোনও দল ইমপ্যাক্ট প্লেয়ার না নামালে অন্য দলটিও নামাতে পারবে না।

শাস্ত্রী-র মত

টি ২০-কে আরও আকর্ষণীয় করতে এমন ধরনের নিয়ম পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, খেলা সব সময়ই পরিবর্তনশীল। এমন পরিবর্তন আন্তর্জাতিক ক্রিকেটেও আসতে পারে। আইপিএল বা বিগ ব্যাশের মতো টুর্নামেন্টগুলিতে নিয়ম পরিবর্তন করাই যায়। কোনও নতুন কিছুর পরীক্ষা-নিরীক্ষার জন্য এই টুর্নামেন্টগুলি আদর্শ। সেখানেই এগুলি দেখে নেওয়া উচিত।

More BCCI News  

Read more about:
English summary
BCCI Set To Introduce Impact Player In Domestic T20. The Concept May Be Implemented In IPL Also.
Story first published: Saturday, September 17, 2022, 10:41 [IST]