বাংলার ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! মহালয়ার আগেই নিম্নচাপের ভ্রুকুটি, সতর্কবার্তা আবহাওয়া দফতরের

পুজো শুরু হতে সপ্তাহ দুয়েক। তবে বিশ্বকর্মা পুজোর দুপুরে বজ্রপাতের সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বেশ খানিকটা বৃষ্টি হয়। এখনও পুজোর আবহাওয়া সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা না গেলেও, সেই সময় বৃষ্টি হলে সম্ভাবাবিক কিছু নয় বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের তরফে আগামী সপ্তাহের মাধামাঝি সময়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং তা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক করেছে। ঝোড়ো হাওয়া নিয় সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা কালিম্পং, কোচবিহার এবং মালদহর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরে সমতল এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, এর পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন দুপুরে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার ব্যাপক বজ্রপাতের সঙ্গে সামান্য বৃষ্টিও হয়।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.৩ এবং ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্তার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

সম্ভাব্য নিম্নচাপের প্রভাব নিয়ে সতর্কতা জারি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা থেকে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ২১ সেপ্টেম্বর থেকে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সেই কারণে যেসব মৎস্যজীবী গভীর সমুদ্রে যাচ্ছেন তাঁদেরকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আপাতত নিম্নচাপের প্রভাব অনুমান করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ২১ সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে গতদিনের তাপমাত্রা

আসানসোল (৩০.৮)
বহরমপুর (৩২)
বাঁকুড়া (৩১.২)
বর্ধমান (৩২)
কোচবিহার (৩৩.৫)
দার্জিলিং (২২.৪)
দিঘা (৩৩.৪)
কলকাতা (৩৩.৩)
দমদম (৩৩.৯)
কৃষ্ণনগর (৩০.8)
মালদহ (৩৩.৫)
মেদিনীপুর (৩২.৩)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩১)

বাংলায় মাটি শক্ত করছে আল দায়দা! উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত ৩ টি মডিউলের খোঁজ গোয়েন্দাদেরবাংলায় মাটি শক্ত করছে আল দায়দা! উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত ৩ টি মডিউলের খোঁজ গোয়েন্দাদের

More WEATHER News  

Read more about:
English summary
Heavy rain likely to happen in South Bengal dists before Mahalaya, Weather office issues warning
Story first published: Saturday, September 17, 2022, 16:34 [IST]