শাহরুখ খানের শুভেচ্ছা
সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার শাহরুখ খান টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। শাহরুখ খান তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখেন, 'আমাদের দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন। বিভিন্ন জায়গায় আপনার এই কঠোর পরিশ্রম প্রশংসিত হয়েছে। সমস্ত লক্ষ্য অর্জনে আপনার শক্তি ও স্বাস্থ্য অটুট থাকুক, এই প্রার্থনা করি। তবে একদিন আপনি ছুটি নিন। আপনার নিজের জন্মদিনটি উপভোগ করুন। স্যার, শুভ জন্মদিন।'
শাহরুখ খানের আসন্ন সিনেমা
প্রসঙ্গত, ২০২৩ সাল শাহরুখের জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে নির্বাচিত হতে চলেছে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি দিপীকা পাডুকোন ও জন আব্রাহামকে দেখতে পাওয়া যাবে। ২০২৩ সালের শেষের দিকে শাহরুখ খানের সিনেমা ডানকি মুক্তি পাবে। সেখানে অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা যাবে।
মোদীর জন্মদিনে দেশে চিতার আগমন
মোদীর জন্মদিনে দেশে চিতার আগমন হয়। আটটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মুক্ত করেন নরেন্দ্র মোদী। প্রায় ৭০ বছর আগে ভারত থেকে অবলুপ্ত হয়ে যায় চিতা। শনিবার সকালে প্রধানমন্ত্রী ৫টি মহিলা চিতা ও তিনটি পুরুষ চিতাকে মুক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বন্যপ্রাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, অর্থনীতির দিক থেকে উন্নতির অর্থ দেশের বস্তুতন্ত্রের ওপর নজর এড়ানো নয়। বাস্তুতন্ত্র না থাকলে, সমস্ত ভারসাম্য নষ্ট হয়ে যাবে।
কুনো জাতীয় উদ্যানে চিতার আগমন
ভারতীয় বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দেশে আফ্রিকান চিতা পরিচিতি প্রকল্প প্রথম ২০০৯ সালে গ্রহণ করা হয়েছিল। দেশের জাতীয় উদ্যানে চিতা নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা মহামারী, ধারাবাহিকভাহে লকডাউনের কারণে এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হয়নি। শিকারের জন্য ভারত থেকে চিতার অবলুপ্তি ঘটে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় পার্কে চিতাদের বাসস্থানের জন্য সর্বোত্তম জায়গা হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। জানা গিয়েছে, এই পার্কটিতে কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা হরিণের সংখ্যা বেশ ভালো। এরফলে চিতার খাদ্যের অভাব এখানে হবে না বলে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন। ১৯৪৭ সালে মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও ভারতে চিতা প্রজাতির শেষ প্রাণীটিকে শিকার করে। ১৯৫২ সালে এশিয়াটিকের তরফে জানানো হয়, ভারত থেকে চিতার অবলুপ্তি হয়েছে।